শেয়ার কেলেঙ্কারির প্রতিবাদে মুন্সীগঞ্জ বিএনপি’র স্মারকলিপি

শেয়ার কেলেঙ্কারির প্রতিবাদে মুন্সীগঞ্জ জেলা বিএনপি প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি নেতাকর্মীরা জেলা প্রশাসক মো. আজিজুল আলমের মাধ্যমে ওই স্মারকলিপি দেয়া হয়। দলীয় সূত্র জানায়, জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা মুন্সীগঞ্জ জেলা প্রশাসক-১ মো. আজিজুল আলমের মাধ্যমে শেয়ার কেলেঙ্কারির প্রতিবাদে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দাখিল করেন।

এ সময় জেলা বিএনপি’র প্রথম যুগ্ম-সম্পাদক আতোয়ার হোসেন বাবুল, পৌর মেয়র ও শহর বিএনপির সভাপতি একেএম ইরাদত মানু, জেলা শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল আজিম স্বপন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, বিএনপি নেতা এডভোকেট সালাউদ্দিন খান স্বপন, এডভোকেট তোতা মিয়া, তারিক কাশেম খান মুকুল, শাহিন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে অবিলম্বে শেয়ার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।

Leave a Reply