চোখ থাকবে ঘুমে আমার
মন রাখবো খুলে,
স্বপ্নে যদি আসো তুমি
বুকে নিব তুলে।
ঘুমের মধ্যেই তোমায় আমি
করব অনেক আদর,
আমার চেয়ে ঢের বড় আর
নেই কোন বাঁদর।
প্রবাসে থাকা পুরুষ আমি
নেইকো আর চাওয়া,
সুযোগ নেই বাস্তবে তাই
স্বপ্নে একটু পাওয়া।
মনে প্রাণে প্রার্থনা, তোমায়
স্বপ্নে যেন পাই,
এইটুকু শুধু দিও আমায়
আর তো চাওয়ার নাই।
Leave a Reply