মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আলদী বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া খালটি বেদখল হয়ে যাচ্ছে। এক শ্রেণীর প্রভাবশালী খাল দখল করে দোকান-পাট তুলছে। সমপ্রতি বাজারের পাশে খাল দখল করে দোকানঘর নির্মাণ করায় ট্রলার ঘাট বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বর্ষা মৌসুমে জেলার বিভিন্ন অঞ্চলের লোকজন এ খাল দিয়ে নৌকা নিয়ে চলাচল করে এবং ট্রলার ঘাট ব্যবহার করে। ট্রলার ঘাটটি বন্ধ হয়ে গেলে বর্ষা মৌসুমে লোকজনকে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হবে। অনেক দিন ধরে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে দোকানঘর নির্মাণ কাজ চললেও প্রশাসন নির্বিকার। এলাকাবাসী প্রশাসনের বিভিন্ন পর্যায়ে লিখিত অভিযোগ করলেও কাজের কিছুই হয়নি।
এলাকাবাসী জানায়, আলদী বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া প্রাচীন খালটির অস্তিত হুমকির মুখে পড়েছে। আলদী বাজার ব্রিজের পূর্ব পাশে দোকান-পাটসহ বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণ করায় খালটি শীর্ণ হয়ে পড়েছে। এতে চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। সমপ্রতি আলদী বাজারের ট্রলার ঘাটের মুখ বন্ধ করে অবৈধভাবে একটি দোকানঘর নির্মাণের কাজ চলছে। এ ব্যাপারে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল জলিলের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে তিনি একটি লিখিত অভিযোগ পেয়েছেন। খালের জায়গা বেদখল হয়ে থাকলে পদক্ষেপ নেয়া হবে। অবৈধ স্থাপনা ভেঙে দেয়া হবে।
Leave a Reply