লুৎফর রহমান/রাসেল মাহমুদ, মুন্সীগঞ্জ থেকে: গত নির্বাচনে করা ভুলের মাশুল দিচ্ছে মুন্সীগঞ্জ বিএনপি। দলের কেন্দ্রীয় নেতৃত্বের ভুল সিদ্ধান্ত তছনছ করে দিয়েছে পুরো জেলার রাজনৈতিক হিসাব। ভুল সিদ্ধান্তে দীর্ঘ দিন দখলে রাখা এই জেলার সবক’টি আসন হারায় দলটি। দেখা দেয় দ্বন্দ্ব-বিভক্তি। জাতীয় নির্বাচনের ফল বিপর্যয়ের প্রভাব পড়ে পরবর্তী উপজেলা নির্বাচনে। ছয়টি উপজেলার একটিতেও বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী হতে পারেননি। মুন্সীগঞ্জ-৩ (সদর) আসনে পাঁচবার দলীয় সংসদ সদস্য হয়েছেন বিএনপি সভাপতি আবদুল হাই।
কিন্তু গত নির্বাচনে পরীক্ষিত এই নেতাকে জেলা থেকে সরিয়ে ঢাকা-৪ আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় দলের হাইকমান্ড। আর সদর আসনে মনোনয়ন দেয়া হয় সাবেক মন্ত্রী ও দলের স্থায়ী কমিটির সদস্য এম শামসুল ইসলামকে। শামসুল ইসলাম ওই আসনে আওয়ামী লীগের এম ইদ্রিস আলীর কাছে পরাজিত হন। আর আবদুল হাই পরাজিত হন সানজিদা খানমের কাছে। জেলা নেতাদের ধারণা সদর আসনে আবদুল হাই প্রার্থী হলে তিনি বিজয়ী হতেন। তাকে ঢাকায় প্রার্থী করায় এই দুই আসনের নির্বাচনে প্রভাব পড়েছে। আর নির্বাচনকে কেন্দ্র করে শামসুল ইসলামের সঙ্গে চলছে জেলা নেতাদের স্নায়ুযুদ্ধ। তবে স্থানীয় রাজনীতিতে তার খুব একটা প্রভাব নেই। শারীরিক অবস্থার কারণে এলাকায় তার খুব একটা যাতায়াতও নেই। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় সরকারের চাপের কারণে জেলা বিএনপি’র সভাপতি আবদুল হাই দলীয় রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন। নির্বাচনের আগে ও পরে এই সুযোগটি এলাকায় কাজে লাগান শামসুল ইসলাম অনুসারীরা।
জাতীয় নির্বাচনের পর জেলা কমিটির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও শামসুল ইসলাম অনুসারী বলে পরিচিত শাহজাহান শিকদার বলে বেড়াতেন সদর আসনে শামসুল ইসলাম ছাড়া আর কেউ মনোনয়ন পাবে না। তিনি আবদুল হাই বিরোধী একটি বলয়ও তৈরি করেছিলেন সে সময়। আর এতে শামসুল ইসলাম ও হাই সমর্থকদের মধ্যে বিরোধ দেখা দেয়। তবে সর্বশেষ করা জেলা কমিটিতে স্থান পাননি শাহজাহান শিকদার। গত জাতীয় সংসদ নির্বাচনের আগে হঠাৎ করে জেলার চারটি সংসদীয় আসন ভেঙে তিনটি আসন করায় প্রার্থী নির্বাচন ও সাংগঠনিক কর্মকাণ্ডেও প্রভাব পড়ে। চারটি আসন ভেঙে তিনটি করায় দলীয় প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে বিব্রতকর অবস্থায় পড়ে হাইকমান্ড। দলের কেন্দ্রীয় নেতা স্থায়ী কমিটির সদস্য এম শামসুল ইসলাম, অর্থবিষয়ক সম্পাদক মিজানুর রহমান সিনহা ও স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক আবদুল হাই পুরনো তিন আসনে নির্বাচন করে আসছিলেন আগে থেকেই। অন্য আসনে প্রার্থী হন জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগ দেয়া দলের বর্তমান ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন। আসন কমায় শুরু হয় এদের একজনকে বাদ দেয়ার অঙ্ক। চলে কেন্দ্রে দৌড়ঝাঁপ।
মনোনয়নের এই প্রতিযোগিতায় হেরে যান আবদুল হাই। সদর আসনে প্রার্থী হন শামসুল ইসলাম। এ আসনে নির্বাচন করলেও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মিশতে পারেননি শামসুল ইসলাম। তার প্রার্থিতা অপ্রত্যাশিত হওয়ায় অনেকে তাকে মেনে নিতে পারেননি। নির্বাচনে তাকে সহযোগিতার পরিবর্তে অনেক নেতাকর্মী ঢাকা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল হাই’র পক্ষে জনসংযোগ করতে সেখানে চলে যান। অন্যদিকে দলের অন্য কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান সিনহার নির্বাচনী এলাকা ছিল লৌহজং ও সিরাজদিখান। আসন ভাগ হওয়ায় তিনি প্রার্থী হন লৌহজং ও টঙ্গিবাড়িতে। এতে তার নির্বাচনে প্রভাব পড়ে। একই অবস্থা শ্রীনগর ও সিরাজদিখান আসনে। এই আসনে কেন্দ্রীয় নেতা শাহ মোয়াজ্জেম প্রার্থী হলেও সেখানে তার তেমন গ্রহণযোগ্যতা ছিল না। শারীরিক অসুস্থতার কারণে তিনি এখনও এলাকায় মাঠের রাজনীতিতে সক্রিয় নন। স্থানীয় নেতাকর্মীদের ধারণা মনোনয়নের অঙ্কে ভুলের জন্য নির্বাচনে তাদের আসন হারাতে হয়েছে।
আবদুল হাইকে মুন্সীগঞ্জ-৩ সদর-গজারিয়া আসনে, মুন্সীগঞ্জ-২ লৌহজং-টঙ্গিবাড়ি আসনে এম শামসুল ইসলাম ও মুন্সীগঞ্জ-৩ সিরাজদিখান-শ্রীনগর আসনে মিজানুর রহমান সিনহাকে মনোনয়ন দেয়া হলে তাদের দুইজন অন্তত বিজয়ী হতে পারতেন বলে স্থানীয় নেতাকর্মীরা মনে করেন। কারণ ওই সব এলাকায় আগে থেকেই যার যার অবস্থান সুদৃঢ় ছিল। নিজ এলাকা বলে জনসম্পৃক্ততাও ছিল তাদের। যার যার এলাকায় মনোনয়ন না দিয়ে নতুন জায়গায় দেয়াতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনসাধারণের সঙ্গে প্রার্থীদের দূরত্ব ছিল। খোঁজ নিয়ে জানা যায়, জেলার চরাঞ্চলে এবং বিভিন্ন এলাকায় বিএনপি নেতাদের ব্যাপক দখল ও চাঁদাবাজিতে অতিষ্ঠ সাধারণ অনেক মানুষও বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। জেলার সব আসন টানা বিএনপি’র দখলে থাকায় জেলা নেতারা অনেকটা স্বেচ্ছাচারী হয়ে উঠেছিলেন। জমি দখল, সাধারণ মানুষকে অত্যাচার-নির্যাতনের কারণে মানুষের মধ্যে বিরূপ প্রভাব পড়ে।
এসব কারণেই বিএনপি’র দুর্গ বলে খ্যাত মুন্সীগঞ্জের সবক’টি নির্বাচনী আসন হারাতে হয়। তবে গত পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় কোন্দলের কারণে সদর পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী একেএম ইরাদত মানু বিজয়ী হন। ইরাদত শহর বিএনপি’র সভাপতি। এদিকে কেন্দ্রীয় নেতা এম শামসুল ইসলামকে নিয়ে স্থানীয় বিএনপিতে জটিলতা কাটছে না। সদর আসনে আবদুল হাইকে আগামী নির্বাচনে মনোনয়ন দেয়ার পক্ষে জেলার অনেক নেতা। আর শামসুল ইসলাম সমর্থকরা চাচ্ছেন তাকে মনোনয়ন দিতে। জেলার সাংগঠনিক কার্যক্রমের বিষয়ে শহর বিএনপি’র সভাপতি একেএম ইরাদত মানু জানান, মুন্সীগঞ্জ আওয়ামী লীগ এখন ঐক্যবদ্ধ। তবে বড় দল হওয়ায় নেতাদের মধ্যে মতের পার্থক্য থাকতে পারে। তবে দলীয় স্বার্থের বিষয়ে জেলা বিএনপি ঐক্যবদ্ধ। তিনি জানান, গত নির্বাচনে দলের ভুল সিদ্ধান্ত এবং আসন ভাগ হয়ে যাওয়ার প্রভাব পড়েছে দলীয় রাজনীতিতে। জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আতোয়ার হোসেন বাবুল জানান, প্রকাশ্যে দলীয় কর্মসূচি পালন করতে গেলে প্রায়ই প্রশাসনের পক্ষ থেকে বাধা দেয়া হয়।
তবে জেলা বিএনপি সহনশীল রাজনীতি করছে। কোন কর্মসূচিতে বাধা দেয়া হলে সেখানে দলের কেউ বাড়াবাড়ি করতে যায় না। সিরাজদিখান উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস ধীরণ বলেন, গত নির্বাচনে প্রার্থী মনোনয়নে ভুল সিদ্ধান্ত হওয়ায় নির্বাচনে দলের ভরাডুবি হয়েছে। এর প্রভাব স্থানীয় রাজনীতিতেও পড়েছে। খোঁজ নিয়ে জানা যায় জেলার কিছু নেতা নিজেদের প্রভাব ধরে রাখা ও স্বার্থ উদ্ধারের জন্য ক্ষমতাসীন দলের বিভক্ত গ্রুপগুলোর সঙ্গে যোগাযোগ রেখে চলছেন। ক্ষমতাসীন দলের নেতাদের মাধ্যমে সুবিধা আদায়ের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। এছাড়া, জেলা ও উপজেলা পর্যায়ে নেতারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল সমর্থিত প্রার্থী দেয়ার কথা বলে সম্ভাব্য প্রার্থীদের কাছ থেকে গোপনে টাকা নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় নেতাদের কাছ থেকে। তবে জেলা নেতারা জানিয়েছেন জেলা কমিটির সিদ্ধান্তে প্রার্থীকে সমর্থন দেয়া হবে। মনোনয়নের ক্ষেত্রে টাকা নেয়ার কোন সুযোগ নেই।
অন্যদিকে জেলার বাসিন্দা অন্য কেন্দ্রীয় নেতারা খুব একটা এলাকায় যান না। সাবেক মন্ত্রী শামসুল ইসলাম কেন্দ্রীয় রাজনীতি নিয়েই ব্যস্ত। কোন কর্মসূচি ছাড়া তিনি এলাকায় যান না। মিজানুর রহমান সিনহা কেন্দ্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি নিজ নির্বাচনী এলাকায় মাঝে মধ্যে যাতায়াত করেন। অপর কেন্দ্রীয় নেতা শাহ মোয়াজ্জেম অসুস্থতার কারণে এলাকায় যেতে পারেন না। জেলায় স্বাভাবিক কার্যক্রম চললেও উপজেলা পর্যায়ে দলীয় কার্যক্রম অনেকটা স্থবিরতা বিরাজ করছে। অভ্যন্তরীণ কোন্দল, কোন কোন উপজেলায় একাধিক কেন্দ্রীয় নেতার প্রভাব থাকায় স্থানীয় নেতাকর্মীরাও বিভিন্ন ভাগে বিভক্ত। দলীয় কার্যক্রমের বিষয়ে জেলা বিএনপি সভাপতি আবদুল হাই জানান, আসন ভাঙা ও মনোনয়নে ভুলের কারণে অনেক নেতাকর্মী মনের দুঃখে নিষ্ক্রিয় হয়ে পড়েন। এতে দলীয় কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দেয়। তবে গত দুই মাস আগে জেলার নতুন কমিটি অনুমোদন হয়েছে। এরপর উপজেলা কমিটিও করে দেয়া হয়েছে। এখন দলীয় কার্যক্রম আরও চাঙ্গা হবে। অভ্যন্তরীণ কোন্দলের বিষয়ে তিনি বলেন, বড় ধরনের কোন্দল নেই। ব্যক্তিগত স্বার্থ আর দলীয় হিসাবের কারণে ছোটখাটো দ্বন্দ্ব থাকতে পারে। এটিও কাটিয়ে উঠার চেষ্টা করা হচ্ছে।
Leave a Reply