জাপানকে ২০ লাখ ডলার দিয়েছে বাংলাদেশ

রাহমান মনি
বাংলাদেশ ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্থ উত্তর জাপানের জন্য কুড়ি লাখ ডলার (১৬৩ মিলিয়ন ইয়েন) দিয়েছে। গত শনিবার বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত তামোত্সু শিনোত্সুকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতকালে প্রধানমন্ত্রী এই চেক হস্তান্তর করেন। উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী দিপু মনি ভূমিকম্প ও সুনামিতে জাপানে ব্যাপক ক্ষয়ক্ষতিতে শোকবার্তা পাঠিয়ে ছিলেন। ইতিমধ্যেই বাংলাদেশ ২ হাজার কম্বল, ৫০০ জোড়া রাবারের জুতো এবং ১ হাজার রাবারের গ্লাভস ত্রান হিসেবে পাঠিয়েছে।

জাপানে অবস্থিত বাংলাদেশিরাও বিভিন্নভাবে জাপানের দুর্গত মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন। অনেকেই আশ্রয়কেন্দ্রের দুর্গতদের জন্য গরম খাবার নিয়ে গেছেন। ৩রা এপ্রিল টোকিওর তাকিনোগাওয়া কাইকানে বাংলাদেশ কমিউনিটি এক চ্যারিটি কনসার্ট ও পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবির আয়োজন করে। সেখানে প্রবাসী বাংলাদেশিদের দেয়া বারো লক্ষ বাহাত্তর ইয়েন জাপান রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়। টোকিওতে অনুষ্ঠিত দ্বাদশ বৈশাখী মেলায় প্রবাসীদের আট লক্ষ একুশ হাজার ছয়শ সতেরো ইয়েন জাপান রেডক্রসের কাছে প্রদান করা হয়।

জাপান সরকারের পররাষ্ট্রমন্ত্রনালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকারের সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

Leave a Reply