‘চিকিৎসার অভাবে মানবেতর জীবন কাটছে বয়াতির’ শিরোনামে ২৬ এপ্রিল কালের কণ্ঠের ‘রঙের মেলা’য় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। প্রতিবেদনে আবদুর রহমান বয়াতির চিকিৎসাহীন মানবেতর জীবনের চিত্র উঠে এসেছিল। অর্থের অভাবে চোখের ছানির অপারেশন করা হচ্ছে না তাঁর। সেই সঙ্গে ধরা পড়েছে মূত্রনালির সমস্যা। সব মিলিয়ে তাঁর শারীরিক অবস্থা খুবই নাজুক। সাহায্যের জন্য দ্বারে দ্বারে ঘুরেও কারো কাছে কোনো অর্থের আশ্বাস পাচ্ছে না বয়াতির পরিবার। এ প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার দিনই সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির এঙ্িিকউটিভ কমিটি সিদ্ধান্ত নেয় তাঁর চিকিৎসার সব ভার নেওয়ার। সেদিনই তারা যোগাযোগ করে বয়াতির সঙ্গে। প্রতিষ্ঠানটি তাঁর সব ধরনের চিকিৎসাসেবা বিনা মূল্যে করার সিদ্ধান্ত নেয়। প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম বলেন, ‘প্রতিবেদনে বয়াতির কোনো ফোন নম্বর দেওয়া ছিল না। ছিল একটি ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংকের সূত্র ধরেই আমরা তাঁর সঙ্গে যোগাযোগ করি। গতকাল আমরা তাঁর বাসায় গাড়ি পাঠিয়ে তাঁকে আমাদের কার্যালয়ে নিয়ে এসেছি। ইসিজিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এ রিপোর্টগুলো দেখে বিশেষজ্ঞ টিম সিদ্ধান্ত নেবে।’
চিকিৎসা চলছে আবদুর রহমান বয়াতির
আবদুর রহমান বয়াতির ছেলে আলম বয়াতি বলেন, ‘সন্ধানী বাবার সব পরীক্ষা-নিরীক্ষা করে এ মুহূর্তে অপারেশন না করার সিদ্ধান্ত নিয়েছে। তবে বাবা পুরোপুরি সুস্থ হয়ে না ওঠা পর্যন্ত তারা চিকিৎসা চালিয়ে যাবে বলে জানিয়েছে। এ উদ্যোগ নেওয়ার জন্য কালের কণ্ঠ এবং সন্ধানীর কাছে আমি কৃতজ্ঞ।’
দাউদ রনি
Leave a Reply