প্রশাসনের সহযোগিতায় নদী দখল চলছে : বাপা সা. সম্পাদক

মেঘনা নদী দখল প্রসঙ্গে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র সাধারণ সম্পাদক আব্দুল মতিন বলেছেন, প্রধানমন্ত্রী আন্তরিক হলেও প্রশাসনের সহযোগিতায় নদী দখল চলছেই। মুন্সীগঞ্জ ও নারায়নগঞ্জ জেলা প্রশাসকরা নদী ট্রান্সফোর্সের সদস্য হয়েও তারা নীরব ভূমিকা পালন করায় দখলকারীরা দুর্বিসহ হয়ে উঠছে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেছেন। এ সময় তিনি আরো বলেন, গত ১ বছর ধরে মেঘনা নদী দখলের কার্যক্রম চললে। মুন্সীগঞ্জ ও নারায়নগঞ্জের ডিসি তা জানতেন না, এ বিষয়টি বিশ্বাসযোগ্য নয়। বিষয়টি প্রধানমন্ত্রীকে অবগত করা হবে।

ব্রিফিং অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নেচার কনজারভেশন কমিটির সভাপতি শাহজাহান সরদার, বাপার যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা, জাকির হোসেন, ইকবাল হাবিব, বাপা মুন্সীগঞ্জ জেলার সমন্বয়কারী এডভোকেট মজিবুর রহমান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসির উদ্দিন প্রমুখ।

এর আগে সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া ও নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার সীমান্তর্তী মেঘনা নদীর দখল স্থান পরিদর্শন করেন বাপা ও নেচার কনজারভেশন কমিটির নেতৃবৃন্দ।

শীর্ষ নিউজ
============================

মেঘনা ভরাট করে জাহাজ নির্মাণ কারখানা তৈরির পাঁয়তারা

সেতু ইসলাম, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া ও নারায়গঞ্জের সোনারগাঁও উপজেলার মুন্সীগঞ্জ লাগোয়া বিস্তীর্ণ এলাকাজুড়ে বাঁশ পুঁতে বালির বস্তা ফেলে মেঘনা নদী দখলের অভিযোগ উঠেছে। মেরিটিমাস নামে একটি জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান স্থানীয় প্রশাসনের যোগসাজশে অবৈধভাবে নদী ভরাট করে জাহাজ নির্মাণ কারখানা তৈরির পাঁয়তারা করছে বলে জানা গেছে।

এর প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে পরিবেশ কর্মীরা। গতকাল শুক্রবার সকালে মুন্সীগঞ্জ গজারিয়ার মেঘনা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ নেচার কনশারভেশন কমিটি ও সেক্টরস কমান্ডার ফোরামের প্রতিনিধিদল। পরে তারা মুন্সীগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করেন। এ সময় বাপা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন বলেন, বর্তমান সরকার পরিবেশবান্ধব সরকার। নদী রক্ষার ব্যাপারে সরকার সচেতন কিন্তু স্থানীয় প্রশাসন এ ব্যাপারে উদাসীন। নদী ও জলাধার অথবা পরিবেশ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। প্রশাসনের গাফিলতির কারণে বর্তমান সরকারের পরিবেশ রক্ষার প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে না। দখলদার বাহিনী প্রশাসনের যোগসাজশে দেশব্যাপী নদী ও জলাধার দখল করে যাচ্ছে। এ সময় আরো উপস্থিত ছিলেন নেচার কনসারভেন কমিটির সভাপতি শাহাজাহান সরদার, বাপা যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা, মুন্সীগঞ্জ জেলা বাপা সভাপতি সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মীর নাছিরউদ্দিন উজ্জ্বল, সাধারণ সম্পাদক তানভীর হাসানসহ স্থানীয় সংবাদকর্মীরা।

সূত্র জানায়, প্রায় দুবছর আগে প্রতিষ্ঠানটি জাহাজ নির্মাণ কারখানা তৈরির জন্য তাদের কাজ শুরু করে। কিন্তু স্থানীয় প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। সে সুযোগে মেরিটিমাস কর্তৃপক্ষ জোর করে দখল করে নেয় নদীতীরবর্তী ব্যক্তিমালিকানায় আবাদিজমি। ইতিমধ্যেই ড্রেজার লাগিয়ে ভরাট করা হয়েছে গজারিয়ার চর রমজানবেগ ও সোনারগাঁও উপজেলার চর কিশোরগঞ্জ মৌজার মেঘনার বিস্তীর্ণ এলাকা। কিছু পরিমাণ জমি স্থানীয়দের থেকে ক্রয় করে পরিমাণের চেয়ে অধিক জমি লিখে নেয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নারায়ণগঞ্জ আদালতে জালিয়াতির মামলাও করেছেন ভুক্তভোগীরা।

এদিকে গত বৃহসপতিবার মেরিটিমাস প্রতিষ্ঠানের তিন কর্মকর্তাকে পরিবেশ অধিদফতরে ডাকা হয়। শুনানি শেষে নদী দখলের দায়ে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করেছে পরিবেশ অধিদফতর। আগামী ১২ জুনের মধ্যে নদীগর্ভে পোঁতা বাঁশসহ সব সরঞ্জাম সরাতে ও নদীর ভরাটকৃত অংশের মাটি সরিয়ে ফেলতে নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ মানা না হলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদফতর। এ বিষয়ে জেলা প্রশাসক মো. আজিজুল আলমকে কয়েক দফায় ফোন করে ও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ডেসটিনি

Leave a Reply