পদ্মা বহুমুখী সেতুর নির্মাণকাজ তদারকির জন্য একটি বিদেশি সংস্থাকে নিয়োগ দিতে যাচ্ছে সরকার। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার বলেন, “সেতুর জন্য অর্থের যোগানদাতাদের এমন একটি শর্ত ছিলো। তাদের নির্দেশনা ও সুপারিশ অনুযায়ী মানদণ্ড বজায় রেখে কাজ হচ্ছে কি না- তা তদারকি করবে এই সংস্থা।”
বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) ২৯০ কোটি ডলারের এই প্রকল্পের জন্য সরকারকে ঋণ দিচ্ছে।
রফিকুল ইসলাম বলেন, “আশা করছি মূল সেতু ও নদীতে কাজ শুরুর জন্য দরপত্র আহ্বানে এ মাসের মধ্যেই ঋণদাতাদের ছাড়পত্র পাওয়া যাবে।”
প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করতে এরই মধ্যে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মসিউর রহমানকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
পদ্মা সেতু প্রকল্পের জন্য ১৪০ কোটি ডলার ঋণ পেতে ওই চারটি সংস্থার সঙ্গে ইতোমধ্যে চুক্তি করেছে সরকার।
এর মধ্যে বিশ্ব ব্যাংক দেবে ১২০ কোটি ডলার, এডিবি সাড়ে ৬১ কোটি ডলার, আইডিবি ১৪ কোটি ডলার এবং জাপান সাড়ে ৪১ কোটি ডলার ঋণ দেবে। বাকি অর্থের যোগান দেবে সরকার।
গত ২৮ এপ্রিল বিশ্ব ব্যাংকের সঙ্গে সরকারের ঋণচুক্তি হয়। এছাড়া ১৮ মে জেআইসিএ, ২৪ মে আইডিবি এবং ৬ জুন চুক্তি হয় এডিবির সঙ্গে।
২০১৪ সালের জানুয়ারিতে এ সরকারের মেয়াদ শেষের আগেই পদ্মা সেতু নির্মাণের কথা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বহু প্রতীক্ষিত পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রধান সেতুর নকশা এরই মধ্যে তৈরি হয়েছে। নদী ব্যবস্থাপনা এবং সেতুর দু’পাশের রাস্তার নকশাও তৈরি হয়েছে।
নদীর ওপর সেতুর মূল দৈর্ঘ্য হবে ৬ দশমিক ১৫ কিলোমিটার, দুই পাশে সংযোগ সড়কের দৈর্ঘ্য ১২ কিলোমিটার।
এ সেতু নির্মাণের পর এটি হবে এশিয়ার দীর্ঘতম সেতু।
পদ্মা সেতুর নির্মিত হওয়ার পর মোট দেশজ উৎপাদন (জিডিপি) ১ দশমিক ২ শতাংশ বাড়ার প্রত্যাশা করা হচ্ছে।
শেখ শাহরিয়ার জামান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Leave a Reply