মুন্সীগঞ্জের গজারিয়ায় বিজয়ী চেয়ারম্যানের সমর্থকদের হামলায় পরাজিত সদস্য প্রার্থীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল রোববার রাতে ও আজ সোমবার দুপুরে ঈমামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১১টার দিকে ঈমামপুর ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান প্রার্থী মনসুর আহমেদ জিন্নাহর সমর্থকরা ষষ্ঠিতলা গ্রামে হামলা চালিয়ে পরাজিত মেম্বার প্রার্থী মো. রতনকে পিটিয়ে তার হাত ভেঙে দেয়। আহত রতনকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর তারা বাগাইকান্দি গ্রামে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মো. হাফিসুজ্জামান জিতুর সমর্থকদের উপর হামলা করে।
হামলায় লিয়াকত আলী, আবু মিয়া, ফজলু, তোরাব আলী, বাবু, শহীদ, লালু ও বাচ্চুসহ ৯ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে আজ সকাল থেকে ওই এলাকার ৫ শতাধিক নারী-পুরুষ বসতভিটে ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।
গজারিয়া থানার ওসি মো. আরজু মিয়া জানান, নির্বাচনের পর কোনো সহিংস ঘটনা ঘটেনি। আদম ব্যবসাকে কেন্দ্র করে একটি গ্রামে মারামারি হয়েছিল। তিনি আরো দাবি করেন, নারী-পুরুষের অন্যত্র আশ্রয় নেয়ার অভিযোগ মিথ্যা ও বানোযাট।
শীর্ষ নিউজ
——————————
মুন্সীগঞ্জে বিজয়ী প্রার্থীর সমর্থকদের হামলায় আহত ১০
বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের ৪ গ্রামের ৫ শতাধিক নারী-পুরুষ বসতভিটে থেকে বিতাড়িত হয়েছে। এছাড়া পৃথক পৃথক হামলায় অন্তত ১০ জন আহত ও অপর পরাজিত এক ইউপি মেম্বার প্রার্থীর হাত ভেঙ্গে দেয়া হয়েছে। ঈমামপুর ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান প্রার্থী মনসুর আহমেদ জিন্নাহর সমর্থকরা ওই হামলা চালায় বলে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মো: হাফিসুজ্জামান জিতু জানান।
পরাজিত ইউপি মেম্বার প্রার্থী আহত মো: রতন জানান, রোববার রাতে ও সোমবার সকালে গজারিয়া উপজেলার ঈমামপুর ইউনিয়নের যষ্ঠিতলা, বাঘাইকান্দি, ইমামপুর ও হোগলাকান্দি গ্রামে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ভূট্টো, আবদুর হক, খোকা, জাকির, আল আমিন,আবু,নজরুল, লালু, সেলিম ও বাচ্চুসহ একটি সন্ত্রাসী বাহিনী ওই ব হামলা চালায়। তাদের ভয়ে ওই এলাকার ৫ শতাধিক নারী-পুরুষ এখন গ্রাম ছাড়া । সোমবার ভোরে এসব নারী-পুরুষ নিজ নিজ বসতভিটে ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন বলে আহতরা জানান। বিতাড়িত নারী-পুরুষরা পরাজিত চেয়ারম্যান প্রার্থী হাফিসুজ্জামান জিতুর সমর্থক।
পুলিশ ও স্থানীয় গ্রামবাসী জানায়, রোববার রাত ১১ টার দিকে যষ্ঠিতলা গ্রামে হামলা চালিয়ে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর লোকজন ইউপি মেম্বার প্রার্থী মো: রতনকে, বাঘাই কান্দি গ্রামের লিয়াকত আলী খান, আবুসিদ্দিক, ফজলু, ইমাম পুর গ্রামের তোরাব আলী ও কালিপুর গ্রামের বাচ্চু, শরিফসহ কয়েকজনকে পিটিয়ে জখম করে। এরপর তারা বাঘাইকান্দি গ্রামে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মো: হাফিসুজ্জামান জিতুর সমর্থকদের উপর চড়াও হয়। একই রাতে ঈমামপুর গ্রামেও হামলা চালিয়েছে বিজয়ী প্রার্থীর সমর্থকরা। এদিকে সোমবার বেলা ১১ টার দিকে কালীপুর গ্রামে হামলার ঘটনা ঘটে। এসব হামলায় আহত বেশির ভাগকেই ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত লিয়াকত আলী, আবু মিয়া, ফজলু, তোরাব আলী, বাবু, শহীদকে গজারিয়া উপজেলার ভবেচর স্বাস্থ্য কমপেক্স ও বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
তবে এসব ঘটনা সম্পর্কে কোন অভিযোগ পাওয়া যায়নি বলে গজারিয়া থানার ওসি মো: আরজু মিয়া জানিয়েছেন।
এ ব্যাপারে বিজয়ী চেযারম্যান প্রার্থী মনসুর আহমেদ জিন্নাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম
Leave a Reply