নির্দিষ্ট ঘাট ও বৈধ জলযান ছাড়া জেলা পরিষদের ইজারা দেয়ায় মাওয়া ঘাটে দক্ষিণ বঙ্গের ২৩ জেলার যাত্রীদের ৪২ থেকে ১৫০ টাকা দিয়ে নদী পারাপার হতে হচ্ছে। মাওয়া-কাওরাকান্দি নৌপথে মাওয়া ঘাটে লঞ্চ, সিবোটের যাত্রীদের কাছ থেকে ইজারাদার ১ জুলাই ঘাট বুঝে পাওয়ার পর থেকেই অতিরিক্ত টোল আদায় করে আসছে। অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে প্রতিনিয়ত লাঞ্ছিত হচ্ছে যাত্রী সাধারণ।
মাওয়া-কাওরাকান্দি নৌপথ দিয়ে প্রতিদিন দক্ষিণ বঙ্গের ২৩টি জেলার প্রায় ১০ হাজার যাত্রী রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় যাতায়াত করে। একই ঘাটে ফেরি, লঞ্চ ও স্পিড বোট দ্বারা যাত্রী পারাপার হয়। প্রত্যেকটি জলযানের ভাড়া ভিন্ন ভিন্ন। যাত্রীরা যে যানবাহনেই পারাপার হউক না কেন জেলা পরিষদের ইজারাদারকে দিতে হয় মাথাপিছু ১৫ টাকা করে। এতে করে প্রত্যেক যাত্রীর লঞ্চে নদী পার হতে ব্যয় হয় অন্তত ৪৩ টাকা। অথচ গত বছর জেলা পরিষদের ইজারা ছিল মাত্র ৩ টাকা। আর স্পিড বোটে পার হতে ১০০’র স্থলে ১৩০ থেকে ১৫০ টাকা নেন ইজারাদার সিরাজুল ইসলাম। এই অতিরিক্ত টাকা ভাগ হয় রাজনৈতিক নেতাসহ প্রশাসনের বড় কর্তাদের মাঝে। ইজারাদার শুধু খেয়া পারাপারের টোলই আদায় নয় মাওয়া পুলিশ তদন্ত কেন্দ্রে এক কর্মকর্তার সহায়তায় সিবোটের সিরিয়ালও নিয়ন্ত্রণ করার অভিযোগ পাওয়া গেছে। ফলে সিবোটে পারাপারের ভাড়া ১০০’র স্থলে ১৫০ টাকা পর্যন্ত দিতে হয় যাত্রীদের। এ ব্যাপারে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোফাজ্জেল হোসেন জানান, মাওয়ায় ১ কিলোমিটার এলাকাজুড়ে জেলা পরিষদের ঘাট। সেখানে অন্য কোন ঘাট থাকার কথা নয়। প্রতি বছর এ ঘাট থেকে কোটি টাকারও বেশি আয় হয় যা সরাসরি মুন্সীগঞ্জের উন্নয়ন কাজে ব্যয় হয়। এ বছরও এ ঘাট থেকে ২ কোটি ৩৬ লাখ টাকা পাওয়া গেছে। ইজারাদারকে নদী পারাপারসহ ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সে যদি শর্ত ভঙ্গ করে তাহলে তার ইজারা বাতিল করে দেয়া হবে। ইজারাদার আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম জানান, যে যাত্রী লঞ্চে পারাপার হবে তাদের কাছ থেকে ১৫ টাকার স্থলে ৮ টাকা করে টোল নেয়া হচ্ছে। ঢাকা থেকে শরীয়তপুরগামী যাত্রী আবদুল হক জানান, ইজারাদারকে টোলের টাকার পাশাপাশি হাতে থাকা ছোট লাগেজের জন্য অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। কেউ না দিলে তাকে ইজারাদারের লোকজনের হাতে লাঞ্ছিত হতে হয়। এ ব্যাপারে স্থানীয় মেদেনীমণ্ডল আওয়ামী লীগের সভাপতি রাশেদুল হক মুন্না জানান, ইজারাদারের লোকজন ঘাটে যে ভাবে যাত্রীদের অপদস্ত করছে তাতে করে মহাজোট সরকারের ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে।
Leave a Reply