মুন্সীগঞ্জের মাকহাটি গ্রাম থেকে উদ্ধার হওয়া ব্যাগের ভেতর ১৯টি ককটেল পাওয়া গেছে। শনিবার রাতে র্যাবের বোমা বিশেষজ্ঞ দল ব্যাগ থেকে বের করে ককটেলগুলো নিরাপদ হেফাজতে রাখার ব্যবস্থা করে। এছাড়া শনিবার বিকেল ৪টায় ককটেল ভর্তি ব্যাগ উদ্ধার করার পর রাত ৮টা পর্যন্ত ঘটনাস্থল পশ্চিম মাকহাটি গ্রামের ঈদগা সংলগ্ন আশাপাশ এলাকায় নিরাপত্তা বেষ্টনি তৈরি করে রেখেছিল র্যাব সদস্যরা। পরে উদ্ধার করা ককটেল নিরাপদ হেফাজতে নিয়ে যাওয়া হয়।
রাত সাড়ে ১০টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবে প্রেসবিফ্রিং করে তাজা অবস্থায় ১৯টি ককটেল উদ্ধারের কথা স্বীকার করে র্যাব। উদ্ধার করা ককটেল মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানায় র্যাবের পক্ষ থেকে জিডি করা হয়েছ।
র্যাব-১১’র কমান্ডার লুৎফর রহমান জানান, গোপন সংবাদে খবর পেয়ে মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গ্রামের ঈদগাঁ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ঈদগাঁ মাঠের পাশে পরিত্যক্ত অবস্থায় ককটেল ভর্তি একটি ব্যাগ পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আদালতের নির্দেশনা পাওয়ার পরই তাজা ককটেলগুলো নিষ্ক্রিয় করা হবে। ৪ জন বোমা বিশেষজ্ঞসহ ২০ জন র্যাব সদস্য এই অভিযানে অংশ গ্রহণ করে।
শীর্ষ নিউজ
——————————–
মুন্সীগঞ্জে ব্যাগ থেকে ১৯টি তাজা বোমা উদ্ধার
রুদ্ধশ্বাস চার ঘণ্টা পর শনিবার রাত ৮ টার দিকে মুন্সীগঞ্জের চরাঞ্চলে ব্যাগ ভর্তি ১৯টি তাজা বোমা উদ্ধার করেছে র্যাব। ঢাকা থেকে র্যাবের বোমা বিশেষঞ্জ টিম ব্যাগ থেকে ওই ১৯টি বোমা উদ্ধার করে।
মুন্সীগঞ্জ জেলা সদরের চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি বাজার সংলগ্ন ঈদগাঁ মাঠে পাওয়া একটি ব্যাগ থেকে ওই তাজা বোমা উদ্ধার করা হয়।
শনিবার বিকেল ৪ টার দিকে র্যাবের একটি দল মাকহাটি গ্রামের ঈদগাঁ মাঠে পরিত্যক্ত অবস্থায় বোমা ভর্তি একটি ব্যাগের সন্ধান পান। ওই ব্যাগে বোমা রয়েছে বলে নিশ্চিত হয়ে ঢাকা থেকে র্যাবের বোমা বিশেষঞ্জ দলকে ঘটনাস্থলে আনা হয়। পরে রাত ৮ টার দিকে বিশেষঞ্জ দলটি ব্যাগের ভেতর থেকে ১৯টি তাজা বোমা উদ্ধার করে।
র্যাব-১১ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল অফিসের কমান্ডার লুৎফর রহমান বাংলানিউজকে জানান, বিকেলে ব্যাগ ভর্তি তাজা বোমার সন্ধান পায় র্যাব। কিন্তু তাজা বোমা নিশ্চিত করতে ঢাকা থেকে আসে র্যাবের বোমা বিশেষঞ্জ দল। র্যাবের ওই দল ব্যাগের ভেতরের বোমা চিহ্নিত করে তা উদ্ধার করে।
বোমাগুলো মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
——————————–
Leave a Reply