মুন্সীগঞ্জে বিএনপি’র মিছিলে পুলিশের বাধা

মুন্সীগঞ্জ জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। শনিবার সন্ধ্যায় কর্মসূচি পালনকালে পুলিশি বাধার মুখে পড়ে জেলা বিএনপি’র নেতাকর্মীরা। জানা যায়, জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের দর্পণা সিনেমা হলের সামনে গেলে পুলিশ তাতে বাধা দেয়।

এ সময় মিছিলটি পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে প্রতিবাদ সভার আয়োজন করে। শহর বিএনপি’র সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র সভাপতি আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক আতোয়ার হোসেন বাবুল, বিএনপি নেতা তারেক কাশেম খান মুকুল, সাবেক কমিশনার মোহাম্মদ আলী লিটন প্রমুখ। সমাবেশে বক্তারা বিরোধী দলীয় চিফ হুইপের উপর পুলিশের হামলা ও দলীয় নেতাকর্মীদের আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Leave a Reply