ছড়া লিখতে ধরা – রাহমান মনি

কলম নিয়ে বসে
হিসেব নিকেষ কষে,
লিখতে গিয়ে ছড়া
খেলাম আমি ধরা।

জ্ঞানী লোকে বলে

ছড়া লিখতে হলে,
অনেক কিছু জানতে হয়,
জানার পর তা মানতে হয়।

হতে হবে ভাষায় পটু
নইলে হবে শ্রুতি কটু,
থাকতে হবে ছন্দ-মিল
সর্ষের ভেতর যেমন তিল।

মাত্রা কী তা জানতে হবে
সঠিক লেখা আসবে তবে,
লিখতে যদি চাও ছড়া
খাবেনা আর কোন ধরা।

নিতে গিয়ে দীক্ষা
পেলাম নাকো শিক্ষা,
একটি কথা জানা হয়
ছড়া লেখা সহজ নয়।

Leave a Reply