মুন্সীগঞ্জ : বিএনপি
মুন্সীগঞ্জে শাহ মোয়াজ্জেম হোসেন, এম শামসুল ইসলাম, মিজানুর রহমান সিনহা এবং আবদুল হাইয়ের মতো ডাকসাইটে অনেক নেতা থাকলেও জেলা বিএনপি মূলত দুই শিবিরে বিভক্ত। এর একাংশের নেতৃত্বে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম শামসুল ইসলাম, অন্য অংশের নেতৃত্বে জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী মো. আবদুল হাই। কেন্দ্রে শামসুল ইসলামের অবস্থান সুদৃঢ় থাকলেও মুন্সীগঞ্জে এগিয়ে রয়েছেন আবদুল হাই। অবশ্য শামসুল ইসলাম জেলা বা উপজেলা পর্যায়ের রাজনীতিতে হস্তক্ষেপ করেন না। ফলে তাঁর অনুসারীরা দিন দিন আবদুল হাইয়ের দিকে ধাবিত হচ্ছে।
এরশাদ সরকারের পতনের পর বিএনপি ক্ষমতায় এলে এই দুই নেতার মধ্যে সম্পর্ক ভালোই ছিল। দুজনই মন্ত্রী হওয়ায় নিজ নিজ এলাকায় উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিলেন। বিরোধ মূলত শুরু হয় পরবর্তী সময়ে ক্ষমতায় আসার পর থেকে। একদিকে আবদুল হাই মন্ত্রী হতে না পারা, অন্যদিকে তাঁর এলাকায় তাঁকে না জানিয়ে উন্নয়নমূলক কাজ করা। তবে বিরোধ প্রকট আকার ধারণ করে বিগত সংসদ নির্বাচনকে ঘিরে। মুন্সীগঞ্জে চারটি থেকে একটি কমিয়ে তিনটি আসন করায় এম শামসুল ইসলামকে তাঁর আসন থেকে সরিয়ে আবদুল হাইয়ের আসনে এবং আবদুল হাইকে ঢাকা-৪ আসনে মনোনয়ন দেওয়ায় আবদুল হাই এবং তাঁর অনুসারীরা তা স্বাভাবিকভাবে নিতে পারেননি। এর প্রভাব পড়ে নির্বাচনে। আবদুল হাইয়ের এলাকা পঞ্চসারে তাঁর ভোটব্যাংক থাকলেও শামসুল ইসলামকে ভোট না দিয়ে তারা ভোট দেয় আওয়ামী লীগের প্রার্থী এম ইদ্রিস আলীকে এমন অভিযোগ আবদুল হাই সমর্থিত নেতা-কর্মীদের। আর এই এলাকার বিএনপির ভোট পেয়ে শামসুল ইসলামকে পরাজিত করে বিজয়ী হন আওয়ামী লীগের প্রার্থী এম ইদ্রিস আলী। এদিকে, আবদুল হাই ঢাকা-৪ আসনে নির্বাচনে পরাজিত হলে তাঁর ক্ষোভ আরো বেড়ে যায়।
২০১০ সালের ২৩ নভেম্বর শহরের উপকণ্ঠে মুক্তারপুরে জেলা বিএনপির সম্মেলন হয়। ওই সম্মেলনে আবদুল হাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হন। গত সংসদ নির্বাচনের পর শামসুল ইসলামের অনুসারীদের কোনো ঠাঁই ছিল না জেলা বিএনপি কার্যালয়ে। এমনকি গত ১০ এপ্রিল জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত দেড় বছর পর পূর্ণাঙ্গ কমিটিতে ঠাঁই পাননি শামসুল ইসলামপন্থী কোনো নেতা। তাই অনেক ত্যাগী নেতা-কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ লক্ষ করা যায়। আবার শামসুল ইসলামপন্থী অনেক নেতা তাঁদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চলে আসেন আবদুল হাইয়ের গ্রুপে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানান, গত বছরের মাঝামাঝি সময়ে জেলা বিএনপির সভাপতি আবদুল হাই এবং শামসুল ইসলামের অনুসারী শাহজাহান শিকদার তাঁদের পছন্দমতো দুটি কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রে জমা দিলে শেষ পর্যন্ত আবদুল হাইয়ের কমিটিই অনুমোদন পায়। এটাকে আবদুল হাইয়ের অনুসারীরা তাদের বিজয় মনে করলেও শামসুল ইসলামের অনুসারীরা আবদুল হাইকে সংস্কারপন্থী হিসেবে আখ্যায়িত করে ওই কমিটি অনুমোদনের মাধ্যমে সংস্কারপন্থীদের পুনর্বাসিত করা হয়েছে বলে দাবি করে। এ ছাড়া এই দুই শীর্ষস্থানীয় নেতার পারস্পরিক দ্বন্দ্বের খেসারত দিতে হয় দলের ত্যাগী নেতা-কর্মীদের। আর তাই এই দুই নেতার দ্বন্দ্বে অনেক আদর্শিক ও ত্যাগী রাজনীতিক নিজেদের গুটিয়ে নিচ্ছেন বলে জানা গেছে।
এদিকে, আগামী সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জে যদি চারটি আসন না হয়ে তিনটি আসনই থেকে যায়, তাহলে তাঁদের এই বিরোধ কোন পর্যায়ে যাবে, তা নিয়ে শঙ্কিত বিএনপির অনেক নেতা-কর্মী। এলাকার সীমানা অনুযায়ী মুন্সীগঞ্জে চারটি আসন থাকার কথা থাকলেও নির্বাচন কমিশন যদি তা না করে, তাহলে শাহ মোয়াজ্জেম হোসেনকে ঢাকার কোনো আসনে মনোনয়ন দিয়ে মিজানুর রহমান সিনহাকে মুন্সীগঞ্জ-১, এম শামসুল ইসলামকে মুন্সীগঞ্জ-২ এবং আবদুল হাইকে মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন দিলে তিনটি আসনই বিএনপি পুনরুদ্ধার করতে পারবে এবং বিরোধ অনেকটাই মিটে যাবে বলে মনে করেন অনেক নেতা। প্রায় ২৫ বছর পর গত সংসদ নির্বাচনে বিএনপির শক্ত ঘাঁটি মুন্সীগঞ্জের তিনটি আসন দখল করে নিয়েছে আওয়ামী লীগ। এসব আসন পুনরুদ্ধার করতে হলে বিএনপির এই ক্ষমতাশালী দুই নেতাকে এক হতে হবে বলে মনে করছেন দুই পক্ষের নেতা-কর্মীরাই।
মুন্সীগঞ্জ বিএনপিতে দলীয় কোন্দল সম্পর্কে এম শামসুল ইসলামকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আমি সিনিয়র এবং কেন্দ্রীয় নেতা হিসেবে স্থানীয় রাজনীতি সম্পর্কে কথা বলতে পারি না এবং কোনো ব্যাপারে হস্তক্ষেপও করি না। যেহেতু এলাকায় নির্বাচন করি, সেহেতু আমার কিছু শুভাকাঙ্ক্ষী বা কর্মী রয়েছেন। তাঁরা তাঁদের দলীয় অবস্থান ধরে রাখতে যদি কোনো চেষ্টা করেন, সেটা একান্তই তাঁদের ব্যাপার।’
মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. আবদুল হাই বলেন, ‘বাইরে থেকে মানুষ অনেক কিছুই বলতে পারে। তবে শামসুল ইসলামের সঙ্গে আমার সাংগঠনিক কোনো দ্বন্দ্ব বা বিরোধ নেই। পৌরসভা নির্বাচনে দুজন মিলেই মেয়রপ্রার্থী মনোনয়ন দিয়েছি।’ পঞ্চসারের ভোট না পাওয়ায় সংসদ নির্বাচনে শামসুল ইসলাম পরাজিত হয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তাহলে কাগজ-কলম নিয়ে হিসাব করতে হবে, শামসুল ইসলাম কোথায় কত ভোট পেয়েছেন।’ সংসদীয় আসন বিন্যাস সম্পর্কে তিনি বলেন, ‘মুন্সীগঞ্জে চারটি আসন থাকা উচিত। তবে তিনটি আসন থাকলে সেখানে দল যাকে মনোনয়ন দেবে, তাকেই মেনে নেব। আমি দলীয় সিদ্ধান্তের বাইরে যাব না।’
Leave a Reply