শূন্য করে রেখে যাব – নূহ-উল-আলম লেনিন

আমার মাথার উপরে আকাশ ছাড়া
আর কোনো ছাদ নেই।
নেই কোনো আসমানি কিতাব, পরম ব্রহ্ম,
আছে অননত্ম মহাশূন্য নৰত্রপুঞ্জ ছায়াপথ
কৃষ্ণগহ্বর। অভ্রভেদী আমার মাথার উপর
আমি ছাড়া আর কেউ নেই।
শূন্য থেকেই আমার যাত্রা শুরম্ন হয়েছিল
শূন্যেই মিশে যাব আমি। শূন্যে শূন্যে
শূন্য পুরাণ মেলাব হিসাব, হোমের আগুনে
দগ্ধ হলো কত জনপদ কত সংসার।

কঙ্গো-নীল সিন্ধু-গঙ্গা হোয়াংহো কী আমাজন
রাইন, পামির আল্পস কিংবা হিমাদ্রী শিখর
আমার আনন্দলোক, সর্বত্র আমার বন্দনা
অমৃতষ্য পুত্রা আমি, আমার ঈশ্বর।
শূন্য থেকে যাত্রা আমার শূন্যে যাব চলে
শূন্য করে রেখে যাব ভালোবাসার অননত্ম ভাড়ার।

জনকন্ঠ

Leave a Reply