নতুন বঙ্গবন্ধু বিমানবন্দর নির্মাণে পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিমানবন্দর নির্মাণে সম্ভাব্য স্থান ও টেকনিক্যাল বিষয়ের প্রতিবেদন চলতি মাসের মধ্যেই তার কাছে উপস্থাপন করার নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজšে§র জন্য বিমানবন্দর নির্মাণ করা সরকারের সিদ্ধান্ত। তাই এই সরকার বিমানবন্দর নির্মাণের প্রশাসনিক কাজ শেষ করতে চায়। তিনি গতকাল মন্ত্রিসভা বৈঠকে এই নির্দেশ দেন। বৈঠকে বিমান ও পর্যটন সচিব আতাহারুল ইসলাম বঙ্গবন্ধু বিমান বন্দর নির্মাণের বিষয়ে প্রতিবেদন উপস্থান করার পর তিনি এ নির্দেশ দেন।

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নিমার্ণের চিন্তাভাবনাও রয়েছে। সূত্র জানায়, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য সরকার নতুন করে যে, ৪ টি স্থান চিহ্নিত করেছে এ জায়গাগুলো হচ্ছে মুন্সীগঞ্জের সিরাজদিখান, ফরিদপুরের ভাঙ্গা, মাদারীপুরের রাজৈর ও গোপালগঞ্জের কোটালীপাড়া।

এদিকে প্রধানমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বন্দরের আরেকটি রানওয়ে চালু করারও নির্দেশ দিয়েছেন।

হুমায়ুন কবির খোকন: আমাদের সময়

Leave a Reply