আজ জাতীয় শোক দিবস
ইমদাদুল হক মিলন
ফজরের আজানের সঙ্গে সঙ্গে আমরা তিন কিশোর গেণ্ডারিয়া থেকে বেরিয়েছি। মুকুল, মানবেন্দ্র আর আমি। ৬৭/৬৮ সালের কথা। একুশে ফেব্রুয়ারি। খালি পায়ে গেণ্ডারিয়া থেকে হেঁটে গেছি শহীদ মিনারে। বুকে পিন দিয়ে লাগানো এক টুকরো কালো ফিতে। ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে গেছি তিন নেতার সমাধিতে। সেখানে গিয়ে দেখি সাদা পাজামা-পাঞ্জাবি পরা দীর্ঘদেহী এক রাজপুরুষ দাঁড়িয়ে আছেন। তাঁর চারপাশ ঘিরে বেশ কিছু সম্ভ্রান্ত মানুষ। আমাদের বয়সী, আমাদের চেয়ে বয়সে বড় অনেকেই তাঁকে পায়ে হাত দিয়ে সালাম করছে। তিনি সবার মাথায় স্নেহের হাত রাখছেন।
মুকুল ফিসফিস করে বলল, শেখ মুজিবুর রহমান।
সেই বয়সেই আমরা তাঁর নাম শুনেছি। খবরের কাগজে ছবিও দেখেছি। সামনাসামনি দেখতে পাব কল্পনাও করিনি। আমরা তিন বন্ধুই তাঁকে পায়ে হাত দিয়ে সালাম করলাম, তিনি তাঁর ডান হাত রাখলেন আমাদের মাথায়। বেঁচে থাক, বেঁচে থাক।
এখনো আমি আমার মাথায় তাঁর মহান হাতের স্পর্শ অনুভব করি।
একাত্তরের সাতই মার্চ তিনি তাঁর পৃথিবী বিখ্যাত ভাষণ দিলেন। রেসকোর্স ময়দানের লাখ লাখ মানুষের ভিড়ে আমরা তিন বন্ধু সেদিনও আছি। বহুদূর থেকে মঞ্চে দেখতে পাচ্ছি তাঁকে। মাইকে শুনতে পাচ্ছি তাঁর অবিস্মরণীয় কণ্ঠস্বর। ‘এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম।’
তারপর তাঁকে কাছ থেকে দেখলাম আমাদের গেণ্ডারিয়ায়। গেণ্ডারিয়ায় বিখ্যাত ছাত্রনেতা, পরবর্তী সময়ে দুর্ধর্ষ মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফ্যান্টোমাস ভাইয়ের বিয়েতে। যার সঙ্গে ফ্যান্টোমাস ভাইয়ের বিয়ে তাদের পরিবারটিকেও আমি চিনি। রেণু আপার পুরো নাম জীনাত রেহানা পারভীন। রেণু আপার সঙ্গে বিয়ে ফ্যান্টোমাস ভাইয়ের। বঙ্গবন্ধু, তাজউদ্দীন সাহেবসহ তখনকার প্রায় সব বিখ্যাত নেতা সেদিন গেণ্ডারিয়ায়। ধূপখোলা মাঠের উত্তর দিকের কমিউনিটি সেন্টারে বিয়ে হচ্ছে। বঙ্গবন্ধু আসছেন গেণ্ডারিয়ায়, গেন্ডারিয়ার প্রায় সব মানুষ বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে এসেছে বঙ্গবন্ধুকে এক নজর দেখতে। দিনটির কথা আমার স্পষ্ট মনে আছে, ১৮ মার্চ ১৯৭১। এ ঘটনার মাত্র সাত দিন পর বাঙালির জীবনে নেমে এসেছিল সেই কালরাত, পঁচিশে মার্চ।
তার পরের ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস, আমাদের স্বাধীনতা অর্জনের ইতিহাস। তারও পরের ইতিহাস পঁচাত্তরের সেই কালরাত্রি। রাত্রি শেষে ভোর হলো। রাতের অন্ধকারে কী ঘটে গেছে, বাঙালি জাতি কী হারিয়েছে তখনো জানতে পারেনি অনেকে। আমাদের টেলিভিশন ছিল না, পুরনো একটা রেডিও ছিল। ভাই-বোনের কেউ একজন রেডিও ছেড়েছে। রেডিও থেকে ভেসে এল এক ভয়ংকর কণ্ঠস্বর। শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছে। ওই একটি বাক্য শোনার পর আমরা স্তব্ধ হয়ে গেছি। আমার মা ছিলেন রান্নাঘরে। দিশেহারা ভঙ্গিতে ছুটে এলেন। বিক্রমপুরের ভাষায় বললেন, ‘হায় হায় কয় কি! বঙ্গবন্ধুরে খুন করছে? এইটা কী করল? এইটা কারা করল? হায় হায়! এমন একজন মানুষরে খুন করল কোন পাষণ্ডরা?’
আমাদের পরিবারের মতো সারা দেশ তখন স্তব্ধ হয়ে আছে। আমার মায়ের মতো লাখো কোটি মা হাহাকার করছেন, দেশবাসি হাহাকার করছে। বড় ভাই বাড়ি থেকে ছুটে গেলেন খোঁজখবর নেওয়ার জন্য। ধীরে ধীরে জানা গেল, কিভাবে, কারা সপরিবারে হত্যা করেছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে, বাঙালি জাতির জনককে। কাদের বুলেট থেকে রেহাই পায়নি বঙ্গবন্ধুর শিশুসন্তান শেখ রাসেল পর্যন্ত।
তারপর আমার মা ৩০ বছর বেঁচে ছিলেন। আমি মাঝেমধ্যে মাকে দেখতে যাই। মার বিছানার পাশে বসে তাঁর সঙ্গে কথা বলি। লেখালেখি করে আমার কিছুটা পরিচিতি হয়েছে। মার ধারণা, আমি দেশের অনেক খোঁজখবর রাখি। কথায় কথায় একসময় না একসময় ঠিক সেই কথাটি তোলেন। ‘বাবা, বঙ্গবন্ধু হত্যার বিচারটা কি হইব না? এই রকম মানুষটারে যেই পাষণ্ডরা খুন করল, তাগো বিচার কেউ করব না?’
১৯৯৬ সালে ক্ষমতায় এল আওয়ামী লীগ। পঁচাত্তরের নারকীয় হত্যাকাণ্ড থেকে পরম করুণাময়ের অশেষ কৃপায় বেঁচে গিয়েছিলেন বঙ্গবন্ধুর দুই কন্যা। বড় কন্যা, আওয়ামী লীগপ্রধান শেখ হাসিনা হলেন দেশের প্রধানমন্ত্রী। যে কালো আইন করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারকাজ বন্ধ রাখা হয়েছিল, সেই আইন বাতিল করল আওয়ামী লীগ সরকার। শুরু হলো বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার। সেই সময় আমি একদিন মাকে দেখতে গিয়ে বলে এলাম, মা, এবার বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হবে। নিশ্চয় ঘাতকদের ঝোলানো হবে ফাঁসির দড়িতে।
আমার মায়ের মুখে আশ্চর্য প্রশান্তি ফুটে উঠল, চোখে খেলে গেল আলোর ঝিলিক। ‘আল্লাহ পাক রহম করছেন। মরার আগে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারটা দেইখা যাইতে পারলে, তাঁর খুনিদের ফাঁসি দেইখা যাইতে পারলে আমার আত্মা মইরাও শান্তি পাইব।’
আমার মায়ের এ আশা পূরণ হয়নি।
মা মারা গেলেন ৮ ফেব্রুয়ারি ২০০৫। তাঁর মৃত্যুর পাঁচ বছর পূর্ণ হওয়ার ১২ দিন আগে মায়ের স্বপ্ন পূরণ হলো। পাঁচজন ঘাতকের ফাঁসির মধ্য দিয়ে দায়মুক্ত হলো বাঙালি জাতি। মা বেঁচে থাকলে সেই মুহূর্তে তাঁর মুখ উদ্ভাসিত হতো স্বপ্ন পূরণের আলোয়। দেশের কোটি কোটি মানুষের মতো, মাননীয় প্রধানমন্ত্রীর মতো তাঁর চোখও কান্নাকাতর হতো ঘাতকদের ফাঁসি হওয়ার আনন্দে, সপরিবারে বঙ্গবন্ধুকে হারানোর বেদনায়।
বঙ্গবন্ধু শারীরিকভাবে আমাদের মধ্যে নেই। আছে তাঁর আদর্শ, তাঁর রাজনৈতিক দর্শন। ১৫ আগস্ট আমরা তাঁর জন্য চোখের জলে ভাসি, শোকে কাতর হই। এই কাতরতার মধ্য থেকে তৈরি হয় অন্যরকম এক শক্তি। সেই শক্তির নাম দেশপ্রেম। বাঙালি জাতিকে দেশপ্রেম শিখিয়ে গেছেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর তুলনা বঙ্গবন্ধুই।
কালের কন্ঠ
Leave a Reply