মুন্সীগঞ্জে বিশাল শোক র‌্যালি, আলোচনা

জাতীয় শোক দিবস
মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে: জাতীয় শোক দিবসে সোমবার সকালে মুন্সীগঞ্জ শহরে বিশাল শোক র‌্যালী বের হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতি নিয়ে র‌্যালীটি কালেক্টরেট প্রাঙ্গণ থেকে শহর ঘুরে বঙ্গবন্ধুর সহচর মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে জেলা শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়। শিল্পকলা একাডেমীর প্রাঙ্গনের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদেন করে সর্বস্থরের মানুষ। পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এসএম মাহফুজুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির ভাষণ দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ মহিউদ্দিন। আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোফাজ্জেল হোসেন, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুখেন ব্যানার্জী, এডিসি আশরাফুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শেখ লুৎফর রহমান, ভারপ্রাপ্ত সদর উপজেলা চেয়ারম্যান মন্সুর আহম্মেদ কালাম, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম বিরাজ, মো. জামাল হোসেন, পিপি এ্যাডভোকেট আব্দুল মতিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেরুন্নেসা নাজমা, এম এ কাদের মোল্লা, মহসিন মাখন, শামসুল কবির মাস্টার, মো. মোয়াজ্জেম হোসেন ও জেলা ছাত্রলীগ সভাপতি মো. সুমন। এছাড়া এই উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিকালে শহরের লেডিস ক্লাবে শোকসভা হয় জেলা প্রশাসক পতœী শারমিন আলমের সভাপপিত্বে। এছাড়া লৌহজং, টঙ্গীবাড়ি, শ্রীনগর, সিরাজদিখান ও গজারিয়া উপজেলায়ও জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়।

মুন্সিগঞ্জ নিউজ

Leave a Reply