মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ১৬ আগস্ট রাতে কেন্দ্রীয় সভাপতি হাবিব-উন-নবী সোহেল ও সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেয়া হয়। এদিকে এ খবরে ১৭ আগস্ট সকালে মুন্সীগঞ্জের শ্রীনগর, সিরাজদিখান ও গজারিয়া উপজেলায় পৃথক পৃথক আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। দলীয় সূত্র জানায়, সাবেক ছাত্রদল নেতা আওলাদ হোসেন উজ্জ্বলকে সভাপতি ও গজারিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ভিপি ইদ্রিস মিয়াজী মোহনকে সাধারণ সম্পাদক ও সদরের মোজাম্মেল হোসেন সজলকে সহসভাপতি করে ১৬১ সদস্যবিশিষ্ট জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করা হয়।
আমার দেশ
Leave a Reply