যতোদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। মাথার উপর শরতের সুনীল আকাশ। নিবিড় বৃক্ষরাজির মধ্যে দিয়ে এঁকেবেঁকে চলে গেছে পাকা সরু রাস্তা। এই পাকা সরু রাস্তাই আমাদের নিয়ে চলেছে বজ্রযোগিনী গ্রামে। আসলে বজ্রযোগিনী গ্রাম নয়, এটি একটি ইউনিয়ন। বর্তমানে মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলায় বজ্রযোগিনী গ্রামটি অবস্থিত। মাঝে মধ্যে চোখ পড়ে পানের বরজ, কাঁশ ফুলের ঝাড় আর ডোবা নালা। ইতোমধ্যে পেরিয়ে এসেছি সুখবাসপুর দীঘি। দিগন্ত বিস্তৃত এই দীঘিতে শীতকালে অতিথি পাখিরা আসে ঝাঁকে ঝাঁকে। সে এক মনোরম দৃশ্য। অনেকদিন থেকেই বজ্রযোগিনীতে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সময় ও সুযোগ করতে পারিনি। এবার সুযোগ পেয়ে হলো অতীশ দীপঙ্করের স্মৃতি বিজড়িত বজ্রযোগিনীতে যাওয়ার। এবারের ভ্রমণসঙ্গী বিশিষ্ট কবি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. খন্দকার আশরাফ হোসেন এবং শ্যালক শান্তু।
বজ্রযোগিনী গ্রামের নামকরণ নিয়ে কিছুটা মতান্তর রয়েছে। গ্রামের এক প্রবীন ইতিহাস সচেতন শিক্ষককে জিজ্ঞেস করলে তিনি জানান, সম্রাট শেরশাহের যুদ্ধের সময় পরাজিত এক হিন্দু রাজা বরজ নামে এক কন্যাসহ এই গ্রামে বসবাস করতে আসেন। এই কন্যা পরবর্তীতে বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এক পর্যায়ে এই কন্যা বরজ সন্ন্যাসীনী বা যোগিনী হিসেবে পরিচিতি লাভ করেন। কথিত আছে, এই সন্ন্যাসীনী তার অনুসারীদের নিয়ে সপ্তাহে একদিন প্রায় সাত মাইল দূরে মুন্সিগঞ্জের ঘাটে এসে স্নান করতেন। এক সময় এই ঘাট পরিচিতি পায় যোগিনী ঘাট হিসেবে। বরজ নামটি কালক্রমে পরিবর্তীত হয়ে বজ্র হয় এবং সেই অনুসারে গ্রামটির নাম হয় বজ্রযোগিনী।
বজ্রযোগিনীতে যাওয়ার পথে চোখে পড়ে প্রাচীন জমিদার বাড়ি, সান বাঁধানো ভগ্নপ্রায় পুকুরঘাট এবং কালের আঘাতে জীর্ণ বাড়িঘর। রিকশায় বসে ভাবছিলাম এই গ্রামেরই সুশীতল বাতাসে একদিন শ্বাস নিতেন মহামতি অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। এখানকার পথে-ঘাটে ধূলো মেখে বড় হয়েছেন তিনি। বজ্রযোগিনী গ্রামের এক নিভৃত কোণে বসে করেছেন জ্ঞানের সাধনা। তার জ্ঞানের আলোয় তখন শুধু বজ্রযোগিনী আলোকিত হয়নি, সেই আলোর প্রভা ছুঁয়ে গিয়েছিল সুদুর তিব্বত।
বৌদ্ধপ-িত, ধর্মগুরু অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান বজ্রযোগিনী গ্রামে ৯৮০ খৃস্টাব্দে এক রাজ পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা কল্যাণ শ্রী এবং মাতা প্রভাবতী দেবী। বাল্যকালে তার নাম ছিল আদিনাথ চন্দ্রগর্ভ। প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন মায়ের কাছে। বিজ্ঞানের পাঁচটি শাখায় উচ্চ শিক্ষা লাভ করেন বিখ্যাত বৌদ্ধগুরু জেতারির কাছ থেকে। অতি অল্প সময়েই তিনি হস্তশিল্প, ব্যাকরণ এবং গণিতশাস্ত্রে অসাধারণ পা-িত্যের স্বাক্ষর রাখেন। ধর্মীয় জ্ঞানার্জনের জন্য তিনি পশ্চিম ভারতের কৃষ্ণগিরি বিহারে গমন করেন এবং সেখানে প্রখ্যাত প-িত রাহুল গুপ্তের শিষ্যত্ব গ্রহণ করেন। বৌদ্ধশাস্ত্রের আধ্যাত্মিক গুহ্যবিদ্যায় শিক্ষা গ্রহণ করে ‘গুহ্যজ্ঞানবজ্র’ উপাধিতে ভূষিত হোন। এরপর মগধের ওদন্তপুরী বিহারে মহা সাংঘিক আচার্য শীলরক্ষিতের কাছে দীক্ষা গ্রহণ করলে তাকে দীপঙ্কর শ্রীজ্ঞান উপাধিতে ভূষিত করা হয়। দীপঙ্কর ১০১১ খৃস্টাব্দে শতাধিক শিষ্যসহ মালয়দেশের সুবর্ণ দ্বীপে (বর্তমানে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ) গমন করেন এবং আচার্য চন্দ্রকীর্তির কাছে দীর্ঘ ১২ বছর বৌদ্ধশাস্ত্রের বিভিন্ন বিষয়ের উপর অধ্যায়ন করেন, তখন তার বয়স ৪৩ বছর। মগধে ফিরে আসার পর তিনি তর্কযুদ্ধে মগধের প্রধান প-িতদের বাগ্নিতা, যুক্তি ও পা-িত্য দিয়ে পরাজিত করেন। ১০৪০ খৃস্টাব্দে তিব্বতের রাজা চ্যাং চুব (চ্যান-চাব) জ্ঞানপ্রভ দীপঙ্কর শ্রীজ্ঞানকে তিব্বত ভ্রমণের আমন্ত্রণ জানান।
অতীশ দীপঙ্কর কয়েকজন বিশিষ্ট প-িতসহ বিহারের পথে তিব্বত যাত্রা করেন। সেখানে পৌঁছলে তিব্বতের রাজা চ্যং চুব এক রাজকীয় সংবর্ধনার আয়োজন করেন। সেই রাজকীয় সংবর্ধনার চিত্রটি একটি প্রাচীন মঠের দেয়ালে আজও আঁকা রয়েছে। এই রাজকীয় সংবর্ধনায় দীপঙ্করকে চা পানের আমন্ত্রণ জানানো হয়। দীপঙ্কর শ্রীজ্ঞানই প্রথম বাঙালি যিনি প্রথম চায়ের স্বাদ নেন। দীপঙ্কর তিব্বতের বিভিন্ন অংশে ভ্রমণ করেন এবং বৌদ্ধ ধর্মের ব্যাপক সংস্কার সাধন করেন। এই সংস্কারের ফলে তিব্বতে বিশুদ্ধ বৌদ্ধ ধর্মাচার প্রতিষ্ঠিত হয়। মহামতি বুদ্ধের পরেই তিব্বতবাসীরা তাকে শ্রেষ্ঠ গুরু হিসেবে সম্মান ও পূজা করেন এবং মহাপ্রভু (জেবো ছেনপো) হিসেবে মান্য করেন।
দীপঙ্কর শ্রীজ্ঞান দুই শতাধিক গ্রন্থ রচনা, অনুবাদ ও সম্পাদনা করেন। তিব্বতের ধর্ম, রাজনীতি, জীবনী, স্তোত্রনামাসহ ত্যঞ্জুর নামে বিশাল এক শাস্ত্রগ্রন্থ সংকলন করেন। বৌদ্ধশাস্ত্র, চিকিৎসা বিদ্যা এবং কারিগরি বিদ্যা বিষয়ে তিব্বতি ভাষায় বহু গ্রন্থ রচনা করেন বলে তিব্বতিরা তাকে অতীশ উপাধিতে ভূষিত করে। অতীশ দীপঙ্কর বহু সংস্কৃত এবং পালি বই তিব্বতি ভাষায় অনুবাদ করেন। বিখ্যাত প-িত হরপ্রসাদ শাস্ত্রী এবং ইতালির বিখ্যাত গবেষক টাকি দীপঙ্করের অনেকগুলো বই আবিষ্কার করেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নালন্দা এবং বিক্রমশীল বিশ্ববিদ্যালয়ে অতীশ দীপঙ্কর পাঠদান করেন।
তিব্বতে বৌদ্ধ ধর্মের সংস্কারের মতো শ্রমসাধ্য কাজ করতে করতে দীপঙ্করের স্বাস্থ্যের অবনতি ঘটলে ৭৩ বছর বয়সে তিব্বতের লাসা নগরের কাছে লেথান পল্লীতে ১০৫৩ খৃস্টাব্দে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অতীশ দীপঙ্করের শ্রীজ্ঞান রচিত বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে রয়েছেÑ বোধীপথপ্রদীপ, চর্যাসংগ্রহপ্রদীপ, মহাযানপথসাধন সংগ্রহ, দশকুশলকর্ম উপদেশ, সপ্তকবিধি ইত্যাদি। অতীশ দীপঙ্করের কিছু মহান বাণী রয়েছে ১. অন্যের দোষ ধরিও না, নিজের দোষ প্রকাশ কর। ২. অন্যের গুণ জাহির কর এবং নিজের গুণ গোপন কর। ৩. বাচাল হইয়ো না, জিহ্বাকে সংযত কর। ৪. গুরু এবং আচার্যের সেবা কর।
আঁকাবাঁকা বৃক্ষ শোভিত রাস্তা পেরিয়ে অবশেষে এসে পৌঁছাই বজ্রযোগিনী গ্রামে। অতীশ দীপঙ্করের ভিটায়। স্থানীয় আধিবাসীদের ভাষায় প-িতের ভিটা কিংবা নাস্তিকের ভিটা। দূর থেকে চোখে পড়েছে চীনা স্থাপত্যরীতি অনুসারে তৈরি প্রাচীর যেটি ঘিরে রেখেছে ভিটাকে। ভিটার ঠিক মাঝখানে চমৎকার চীনা স্থাপত্য রীতিতে নির্মিত সৌধ। ভিটার মাঝখানে সৌধের ঠিক নিচে অতীশ দীপঙ্করের ১০২২তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মৃতিফলক স্থাপন করা হয়েছে। অতীশ দীপঙ্করের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতি ফলকটি উন্মোচন করেন তৎকালীন ভূমিমন্ত্রী জনাব এম শামসুল ইসলাম এবং শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক। স্মৃতি ফলকটি উন্মোচন করা হয় ২৪ ফেব্রুয়ারি ২০০৪ সালে। দীপঙ্কর শ্রীজ্ঞানের ভিটায় ১০০০ তম জন্মবার্ষিকী পালন করা হয় ১৯৮২ সালে। ১৯৮২ সালে বাংলাদেশ সরকারসহ বহু দেশি-বিদেশী প-িত, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান তাদের অন্তরের শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করেন বজ্রযোগিনী গ্রামের এক নির্ভৃত কোণে অতীশ দীপঙ্করের এই ভিটায়। বন্ধুত্বের নমুনা স্বরূপ চীন সরকার বাংলাদেশ সরকারের কাছে অতীশ দীপঙ্করের পবিত্র চিতাভস্ম প্রেরণ করলে বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় মর্যাদায় তা গ্রহণ করে ১৯৭৮ সালের ২৮ জুন। দীপঙ্করের এই পবিত্র চিতাভস্ম ঢাকার কমলাপুরস্থ ধর্মরাজিক বৌদ্ধবিহারে সংরক্ষিত আছে। শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর ছাড়াও বজ্রযোগিনী গ্রামে জন্মগ্রহণ করেন বিখ্যাত গণিতবিদ সোমেন বোস, প্রখ্যাত সংবাদপাঠক দেবদুলাল বন্দোপাধ্যায়, নীলিমা স্যানাল এবং প্রখ্যাত বংশীবাদক আব্দুর রহমান।
যেভাবে যাবেন
গুলিস্তান কিংবা সায়দাবাদ থেকে মুন্সিগঞ্জের মোক্তারপুর পর্যন্ত বাস রয়েছে বেশ কয়েকটি। মুক্তারপুর থেকে রিকশা, ভ্যান কিংবা অন্যান্য যানবাহন ব্যবহার করে বজ্রযোগিনী যাওয়া যায়। সদরঘাট থেকে মুন্সিগঞ্জগামী বেশ কয়েকটি লঞ্চ মুন্সিগঞ্জ যায়। ঢাকা থেকে সময় লাগবে মাত্র দু’ ঘণ্টা। বজ্রযোগিনী গ্রাম ছাড়াও দেখে আসতে পারেন মুন্সিগঞ্জ সদরে অবস্থিত ইদ্রাকপুর কেল্লা, রামপাল দীঘি, রামপালে বাবা আদম শহীদ (রঃ) এর মাজার এবং বিখ্যাত সাত গম্বুজ মসজিদটি।
শুভ সালাতিন – বাংলাবাজার
Leave a Reply