মুন্সীগঞ্জে গ্রীস্মকালীন ক্রীড়া আসর

মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : গ্রীস্মকালীন স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার জমজমাট আসর বসেছিল মুন্সীগঞ্জ স্টেডিয়ামে। জেলার চূড়ান্ত পর্বের বালিকা ফুটবলে শহরের এভিজেএম বালিকা উচ্চ বিদ্যালয় ১-০ গোলে টঙ্গীবাড়ি উপজেলার আব্দুল্লাপুর উচ্চ বিদ্যালয়ের বালিকা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে । ট্রাইব্রেকারে ৪-১ গোলে গজারিয়া উপজেলার বাটেরচর দেওয়ান আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়কে হারিয়ে বালক ফুটবলে শিরোপা ঘরে নেয় মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়। এছাড়া সাতারের ১৩টি ইভেন্টে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকালে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মো. আজিজুল আলম।

মুন্সিগঞ্জ নিউজ

Leave a Reply