মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : এক সময় রাজপথ কাপানো নেতরা আজ নিস্ক্রীয়। অনেককে আর আগের মতো রাজপথে দেখা যায় না। বয়স ও রাজনৈতিক দ্বন্ধের কারণে অনেকেই রাজপথ থেকে একটু দূরে সরে গেছেন। অনেকে আবার রাজপথে রাজনৈতিক মঞ্চ না পাওয়ায় নিজেকে গুটিয়ে রাখছেন। এই নিয়ে আমাদের আজকের এ প্রতিবেদন।
বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন বাবুল : ছাত্র রাজনীতি থেকে তিনি রাজপথ দাবড়িয়ে বেড়িছেন অনেকটা সময়। ‘৭৫’ এর রাজনৈতিক পট পরিবর্তনের সময় মোহাম্মদ হোসেন বাবুল বাকশালের রাজনীতির সাথে জড়িত ছিলেন। মাঠে ময়দানে তার ব্যাপক পরিচিতির কারণে এরশাদ সরকারের সময় তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তার বিপুল পরিমাণ কর্মী বাহিনী থাকায় সেই সময় রাজপথ তার দখলে ছিল। তার বক্তব্য শোনার জন্য মানুষ তীর্থের কাকের মতো অপেক্ষা করতো। পরে তিনি বাকশাল ছেড়ে ড. কামালের গণ ফোরামের রাজনীতির সাথে জড়িত হন। নবম জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি গণফোরাম ছেড়ে দেন। জেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের সাথে তাকে এখন বেশির ভাগ সময় দেখা যায়। বক্ততা হিসেবে সেই সময়ের দরাজ গলা এখন আর পাওয়া যায় না। তাকে নিয়ে মানুষের মাঝে এখনো গুঞ্জন রয়েছে।
শাহজাহান সিকদার : এরশাদ সরকার বিরোধী আন্দোলনে তাকে রাজপথে দেখা যেতো। বিএনপির রাজনীতির ঝান্টা শক্তিশালী করতে সেই সময় তাকে বাড়ি বাড়ি গিয়ে কর্মী সংগ্রহ করতে দেখা যায়। সরকার ও বিরোধী রাজনীতির আন্দোলনে তাকে প্রথম সারিতে পাওয়া যেতো। বক্তা হিসেবে তার সুনাম রয়েছে লোক মুখে। তিনি অনেক দিন জেলা বিএনপির সিনিয়র সভাপতি ও পৌর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০১ সালে জেলা বিএনপির সভাপতি মো. আব্দুল হাইয়ের সাথে তার বিরোধ বাঁধে এম. শামসুল ইসলামকে কেন্দ্র করে। এম. শামসুল ইসলাম শিবিরে থাকায় তিনি এবার নবগঠিত জেলা বিএনপির কমিটিতে জায়গা পাননি। এ কারণে তাকে আর সেই আগের মতো রাজপথের আন্দোলনে দেখা যায় না।
এড. মজিবুর রহমান : তার মুখে সব সময় হাসি দেখা যায়। এই হাসি মাখা মুখ দিয়ে তিনি অনেকের মন জয় করেন। এই কারণে মুক্তিযোদ্ধের পরবর্তী সময় তিনি তরুণ বয়সে মুন্সীগঞ্জ পৌরসভার চেয়ারম্যান হন। এরপর তিনি প্রথম উপজেলা চেয়ারম্যান হওয়ার পর এরশাদের জাপার রাজনীতিতে প্রবেশ করেন। তারপর তিনি জাপা ছেড়ে বিএনপিতে চলে যান। সেখান থেকে তিনি পৌর মেয়র নির্বাচিত হন। ১/১১ এর রাজনৈতিক পট পরিবর্তনের পর তাকে বিভিন্ন সভা সমিতিতে নিয়মিত দেখা যায়। নবম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি জাতীয় পার্টীতে ফিরে আসেন। এরপর তিনি মেয়র নির্বাচনে পরাজিত হওয়ার পর তাকে এখন রাজপথে কম দেখা যায়। তবে কিছু পেশাজীবি সংগঠনের সভায় তাকে মাঝে মধ্যে উপস্থিত হতে দেখা যায়।
তোফাজ্জল হোসেন : ১৯৯৬ সালে মহাজোট সরকারের সময় তোফাজ্জল হোসেন জেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের কাছের লোক ছিলেন। এ কারণে সেই সময় তিনি বালু মহালটি দেখা শোনা করতেন। সেই সুবাধে তিনি আঙ্গুল ফুলে কলাগাছ বনে যান। তখন রাজনীতির মাঠে ময়দানে তাকে নিয়মিত দেখা যেতো। কিন্তু ২০০১ সালে চারদলীয় জোট বিএনপি সরকার ক্ষমতায় আসলে তিনি মুন্সীগঞ্জ থেকে চলে যান। তবে বিএনপির সাথে মিলে তিনি বালুর ব্যবসা চালান বলে অভিযোগ রয়েছে। ১/১১ এর রাজনৈতিক পট পরিবর্তের ঘটনায় মোহাম্মদ মহিউদ্দিনের সাথে তার দুরূত্ব বাড়ে। পরে মহাজোট সরকার ক্ষমতায় আসলেও তাকে আর মাঠে আগের মতো দেখা যায় না। তবে তিনি বর্তমানে রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
মোহাম্মদ সেলিম
সম্পাদক
বিক্রমপুর সংবাদ ও মুন্সীগঞ্জ নিউজ ডটকম
Leave a Reply