অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে চার চিকিৎসককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রণালয় ১৯৮৫ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাঁদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়।
বরখাস্ত হওয়া চিকিৎসকরা হচ্ছেন- পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র মেডিকেল অফিসার ডা. খাজা আবদুল বাসেদ আমিনুজ্জামান চৌধুরী, খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র মেডিকেল অফিসার ডা. নুপুর কান্তি দাস, মুন্সিগঞ্জ’র গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র মেডিকেল অফিসার ডা. রিংকু বিশ্বাস, স্বাস্থ্য অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. হুমায়ুন কাদের। তাদেরকে গত ২২ সেপ্টেম্বর বরখাস্ত করা হয়। এর আগে এসব চিকিৎসকদের কর্তব্যে অবহেলার জন্য ওএসডি করা হয়।
এছাড়া সিলেটের বিয়ানিবাজার উপজেলার এমসিএইচ-এফপি’র মেডিকেল অফিসার ডা. মোশাররফ হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই বছরের জন্য তার বেতনস্কেল একধাপ নামিয়ে দেয়া হয়েছে এবং আর্থিক জরিমানা করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর উপজেলার এমসিএইচ-এফপি’র মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ রেজা হাবিব এর বিরুদ্ধে অসদাচরণ ও বিনানুমতিতে কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়।
বার্তা২৪ ডটনেট
Leave a Reply