মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের গজারিয় উপজেলার ভাটেরচর এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়েকে ডাকাতির প্রস্তুতিকালে র্যাব ১১ এর সদস্যরা বিদেশী পিস্তলসহ ২ ডাকাতকে গ্রেফতার করেছে। পিস্তলের সাথে একটি ম্যাগজিনও রয়েছে। দেশীয় অস্ত্রের মধ্যে আছে চাপাতি, একটি তরোয়াল ও ২টি ছুরি । গ্রেফতারকৃত ডাকাতরা হচ্ছে, গজারিয়া উপজেলার ভাটেরচর গ্রামের রাজ্জাক ফকিরের পুত্র সালাম (৪০)। একই উপজেলা লুটেরচর গ্রামের নুর হোসেনের পুত্র আলী (৪০)। এ ব্যাপারে গজারিয় থানায় একটি মামলা করা হয়েছে।
মুন্সিগঞ্জ নিউজ
Leave a Reply