সিরাজদিখান উপজেলা বন বিভাগ অফিসের একি হাল!

নানা সমস্যার মধ্যদিয়ে চলছে সিরাজদিখান উপজেলা বন বিভাগের কার্যক্রম। অথচ সিরাজদিখান বন বিভাগ থেকে প্রতিবছর সরকারের রাজস্ব আয় হচ্ছে লক্ষ লক্ষ টাকা। বাগানের ভিতর ছোট্ট একটি ভঙ্গপ্রায় ঘরের ভিতর চলছে অফিসের কার্যক্রম। অফিসটিতে উপজেলা ফরেস্টারের জন্য একটি ভাঙ্গা চেয়ার ও টেবিল ছাড়া আর কোন বসার ব্যবস্থা নেই। ফলে বন বিভাগের উপকারভোগী, বাগানের চারা ক্রেতাসহ অন্যদের অফিসে এসে দাঁড়িয়ে থাকতে হয়। অফিসের উপরের টিনের চালা ও দরজা-জানালা ভাঙ্গা থাকায় বৃষ্টির পানিতে চেয়ার, টেবিল ও অন্য আসবাবপত্রসহ মূল্যবান কাগজপত্র ভিজে যায়। এমনকি যেকোন সময় চুরি হয়ে মূল্যবান কাগজপত্র খোয়া যেতে পারে। মেঝে (ফ্লোর) সবসময় ভিজা থাকায় অফিসটিতে একটা অস্বাস্থ্যকর অবস্থা বিরাজ করছে। ফরেস্টারের মাথার উপর সিলিং ফ্যানটি টিনের চালার কাঠের সাথে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে । যে কোন সময় সিলিং ফ্যানটি ছিঁড়ে পড়ে বড় কোন দুর্ঘটনা ঘটার আশংকা রয়েছে।

উপজেলা সদরে অবস্থিত বন বিভাগের অফিস ও নার্সারিটি (বাগান) রাস্তা থেকে অনেক নিচু হওয়ায় বৃষ্টি ও বর্ষার পানি জমে প্রতিবছর নার্সারির বিপুল পরিমাণ চারা মরে অর্থের অপচয় হয়। অফিসটিতে জনবল সংকট রয়েছে। পুরো অফিসটিতে একজন ফরেস্টার ও একজন মালি দায়িত্ব পালন করলেও প্রায় বিশ বছর যাবত্ আরেকজন মালির পোস্ট খালি রয়েছে। এছাড়া রাত্রে নার্সারি ও অফিসে মালি অবস্থান করার কথা থাকলেও থাকার কোন ব্যবস্থা নেই। অফিসটিতে কোন শৌচাগার না থাকায় অফিসের স্টাফ ও আগতদের প্রাকৃতিক কর্ম সম্পাদনের জন্য বিভিন্ন অফিস কিংবা এদিক-সেদিক ছুটাছুটি করতে হয়।

উপজেলা ফরেস্টার মোঃ হুমায়ুন কবির জানান, এবছর নার্সারিতে নিজেদের উত্পাদিত প্রায় একুশ হাজার গাছের চারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দেয়া হয়েছে। এছাড়া প্রতিবছর গাছের চারা বিক্রি করে ও উপজেলার বিভিন্ন বাগানের বড় বড় গাছ বিক্রি করে সরকারকে প্রচুর রাজস্ব প্রদান করা হয়। তিনি আরো জানান, উপজেলা বন বিভাগের সমস্যার চিত্র তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন। কিন্তু কোন ফল পাওয়া যায়নি।

ইত্তেফাক

Leave a Reply