শিক্ষার্থীদের পরিক্ষা ও পাঠদান ব্যাহত
কাজী দীপু মুন্ষীগঞ্জ থেকে : মুন্সীগঞ্জের গজারিয়ায় স্কুলের মাঠে গরুর হাট স্থাপন করায় জেএসসি পরিক্ষার্থীসহ কোমলমতি শিক্ষার্থীর পাঠদানে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। বিদ্যালয় কর্তৃপক্ষের বাধা উপেক্ষা করে গরুর হাটের ইজারদাররা স্কুলের মাঠেই হাট বসিয়ে গরু ছাগল বিক্রি করছেন।
সরেজমিন দেখা গেছে, গজারিয়া উপজেলার মহাসড়ক সংলগ্ন ভাটেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একদিকে গরু বিক্রি চলছে। অন্যদিকে বিদ্যালয়ের ভেতরে শিক্ষার্থীদের পাঠদান চললেও হৈ চৈ এর কারনে শিক্ষার্থীরা পাঠদানে মন দিতে পারছে না বলে এক শিক্ষক জানিয়েছেন। অন্যদিকে গজারিয়া পায়লট উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরিক্ষা হলেও সেই স্কুলের মাঠেও গরুর হাট স্থাপন করা হয়েছে। এতে পরিক্ষার্থীদের মারাত্বক ব্যাঘাত সৃষ্টি হয়েছে বলে অভিভাবকরা জানিয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার জানান, বাধা দেয়া সত্ত্বেও ইজারাদার জোরপূর্বক বিদ্যালয়ের মাঠে হাট বসিয়েছে। এ প্রসঙ্গে গজারিয়া উপজেলা রির্বাহি কর্মকর্তা মো. আসাদুজ্জামান শিক্ষার্থীদের সমস্যা হওয়ার কথা স্বীকার করে জানান, জায়গার অভাবে স্কুলের মাঠে গরুর হাট বসালেও ধর্মীয় উৎসবের কারনে কিছু বলা যাচ্ছে না।
Leave a Reply