অরণ্যের আগুন ভরা রাতে – নূহ-উল-আলম লেনিন

একদিন অরণ্যের আগুন ভরা রাতে-
কিছু না বুঝেই আমি ঢুকে পড়েছিলাম তোমার অন্দরে
তুমি আড়চোখে তাকালে বিস্ময়ে
স্মিতহাস্যে জানিয়ে দিলে নদী শুকোয়নি, এখনো জোয়ার জলে
ভাসে বেহুলার ভেলা, দুকূল প্লাবিত হয় কোজাগরী রাতে।
আমি প্রশ্রয়কে বরাভয় ভেবে
মাতালের মতো তোমার দিকে হাত বাড়ালাম;
অগি্নদগ্ধ হলো হাত। তবু তুমি সে হাতেই রাখলে তোমার হাত।
আমি পতঙ্গের মতো আহুতি দিলেম নিজেকে। এই অপমৃত্যুর
সংবাদে দুনিয়ার তাবত বিপ্লবী মুষড়ে পড়ল;
পরকীয়ারত প্রেমিক-প্রেমিকারা ভয়ার্ত চিৎকারে বেহেশতের
খিড়কি দিয়ে পৃথিবীর অরণ্যে পালাল।
তুমিও আমার সঙ্গে পৃথিবীর পথে পা’ বাড়ালে
আমাদের পদে পদে মূল্যবোধের পাহাড় আর বিশ্বাসের পুলিসিরাত
বাধা হয়ে দাঁড়াল। আমরা সব বাধা ডিঙ্গিয়ে,
বোধ ও বিশ্বাসের বেড়া ভেঙে অসীম আকাশ তলে
ক্লান্তিহীন সূর্য মিথুনে সৃষ্টির উৎসবে মেতে উঠলাম;
একদিন অরণ্যের আগুন ভরা রাতে।

যায় যায় দিন

Leave a Reply