গজারিয়া উপজেলায় ২ আ’লীগ নেতা হামলায় আহত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় দুই আওয়ামী লীগ নেতা আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় রসুলপুর বাজারে এ হামলা হয় বলে পুলিশ জানিয়েছে। এরা হলেন ইমামপুর ইউপি সদস্য ও ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সরল খাঁ (৫২) এবং উপজেলা সহ-সভাপতি নাসির উদ্দিন মিয়াজি (৬০)।

সরল খাঁকে গুলি করা হয় এবং নাসির উদ্দিন মিয়াজিকে হকিস্টিক দিয়ে পেটানো হয়।

তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গজারিয়া থানার ওসি আরজু মিয়া জানান, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিডি নিউজ 24

Leave a Reply