১৩ নকল সরবরাহকারী মুচলেকায় মুক্ত

মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : জেএসসি পরীক্ষার সাধারণ গণিত বিষয়ে পরীক্ষায় রবিবার নকল সরবরাহ ও অরাজকতা সৃষ্টির চেষ্টাকালে পুলিশ ১৩ যুবককে আটক করে। তবে পরীক্ষা শেষে তাদের মুচলেকায় মুক্তি দেয়া হয়। গজারিয়া উপজেলার কলিমউল্লাহ কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে।

মুচলেকায় মুক্তি প্রাপ্তরা হচ্ছে- খোকন(২৩), নুরু মিয়া(২৬), আলমগীর হোসেন(২২), ফারুক মিয়া(২৭), জিহান প্রধান(২২), হারুন মোল্লা(২৪), শাওন(২১), ইমন প্রধান(২২), রাসেল(২১), তৌহিদ মিয়া(২৩), কাউসার হামিদ(২২), ফরিদ হোসেন(২৪) ও শ্যামল মিয়া (২১)।

কেন্দ্র সচিব আমিনূল হক ভুইয়া ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, পরে আটককৃতরা জীবনে আর কোন সময় এমন কাজ করবে না মর্মে মুচলেকা দিলে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের জিম্মায় গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের মুক্তি দেন। একই দিনে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এক ছাত্রীকে বহিস্কার করা হয়েছে। সে উপজেলার বড়রায় পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান দু’টি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

মুন্সিগঞ্জ নিউজ

Leave a Reply