বালুয়াকান্দিতে ২৫০ ইয়াবাসহ গ্রেফতার ২

মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি নামকস্থানে মহাসড়ক পড়াপারে সময় ২৫০ ইয়াবা ট্যাবলেটসহ দু’জনকে সোমবার রাতে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গ্রেফতারকৃতরা হচ্ছে- শেখ ফজল (৩৫) ও মো. দিদার মিয়া(২৫)।

র‌্যাব-১১ এর উপ-পরিদর্শক মো. মাহমুদুল হাসান বাদী হয়ে মঙ্গলবার গজারিয়া থানায় (মামলা নং-১৫) রুজু করেছে।

গজারিয়া থানার ওসি আরজু মিয়া জানান, যানবাহন তল্লাশীকালে সন্দেহজনক ভাবে মহাসড়ক পারাপারের সময় ঢাকার নবাবগঞ্জ থানার চরশল্লা গ্রামের শেখ মোতালেব মিয়ার ছেলে শেখ ফজলর কাছ থেকে ২শ’ ও গজারিয়া উপজেলার তেতুইতলা গ্রামের ইদ্রিস আলী দেওয়ানের ছেলে মো. দিদারকে ৫০টি ইয়াবা বড়ি পাওয়া যায়। তারা এই বেশ কিছুদিন ধরে এই ইয়াবা ব্যবসার সাথে জড়িত।

মুন্সিগঞ্জ নিউজ
==================

গজারিয়ায় আড়াইশ ইয়াবাসহ গ্রেপ্তার ২

ফয়েজ আহমেদ তুষার, গজারিয়া থেকে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকা থেকে শেখ ফজল ও মো. দিদার মিয়া নামের দুব্যক্তিকে ২৫০টি ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। মামলা সূত্রে জানা গেছে, গত সোমবার র‌্যাব-১১ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় যানবাহন তল্লাশিকালে সন্দেহজনকভাবে মহাসড়ক পারাপারের সময় ঢাকার নবাবগঞ্জের শেখ মোতালেব মিয়ার ছেলে শেখ ফজলকে ২০০ ও গজারিয়া উপজেলার তেতুইতলা গ্রামের ইদ্রিস আলী দেওয়ানের ছেলে মো. দিদারকে ৫০টি ইয়াবাসহ গ্রেপ্তার করে। এ বিষয়ে গতকাল ভোরে গজারিয়া থানায় মামলা হয়েছে।

আমাদের সময়

Leave a Reply