ফজিলাতুননেসা ইন্দিরা আওয়ামীলীগের মহিলা এম পি নির্বাচিত

গজারিয়াবাসীর উল্লাস
মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : গজারিয়ার সন্তান ফজিলাতুননেসা ইন্দিরা আওয়ামীলীগের মহিলা এম পি নির্বাচিত হয়েছেন। আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক মৃনালকান্তি দাস সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। প্রায় চার দশক পর গজারিয়ার কোন সন্তান আওয়ামীলীগের এম পি নির্বাচিত হলেন। এই সংবাদে পেয়ে গজারিয়াবাসী ভীষণ উচ্ছ্বসিত। নব নির্বাচিত এই সংসদ সদস্যকে গজারিয়া উপজেলা শাখা বাংলাদেশ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল (বামাকা), গজারিয়া শাখার সম্পাদক এস এম নাসির উদ্দিন, সভাপতি সালেহ উদ্দিন সেলিম, ভবেরচর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক একেএম গিয়াসউদ্দিন, স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকবৃন্দ, ‘প্রেক্ষাপট গজারিয়া’র আহ্বায়ক কাজী হাসান, সমৃদ্ধ গজারিয়ার আহ্বায়ক হাফিজ আহমদ, সদস্য সচিব আলাউদ্দিনসহ এলাকাবাসী অভিনন্দন জানিয়েছেন।

ফজিলাতুননেসা ইন্দিরা ১৯৫৫ সালে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নস্থ পৈক্ষারপার গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সোলায়মান মাস্টার। তিনি নারায়ণগঞ্জ মর্গ্যান স্কুল থেকে ১৯৭০ সালে এসএসসি পাস করেন। তার কলেজ জীবন শুরু হয় ইডেন কলেজ থেকে। তখন থেকেই তিনি ছাত্র রাজনীতিতে জড়িত হন। ইডেন কলেজের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগের প্রার্থী হিসেবে জিএস নির্বাচিত হন। তিনি ইডেন কলেজ বাংলাদেশ ছাত্রলীগ শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। তার বলিষ্ঠ নেতৃত্বের স্বীকৃতি স্বরূপ বঙ্গবন্ধু তাকে ‘ইন্দিরা’ নামে ভূষিত করেন। ফজিলাতুননেসা ইন্দিরা ১৯৭৭ সালে পপুলেশন সায়েন্স বিষয়ে এমএসসি ডিগ্রী লাভ করেন। পরবর্তীতে তিনি ইংল্যান্ড থেকে অর্থনীতিতে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রী অর্জন করেন।

কর্মজীবনে ফজিলাতুননেসা ইন্দিরা আইসিডিডিআরবি ও এ্যাকশান এইড এর গবেষকের দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

মুন্সিগঞ্জ নিউজ

Leave a Reply