মুন্সীগঞ্জে জুতার দোকানে আগুন : পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : মুন্সীগঞ্জের প্রাণকেন্দ্র মুন্সীগঞ্জ সদর সাব-রেজিষ্টার অফিসের পূর্ব পাশে মুন্সী সুজ নামের একটি জুতার দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর ৪টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মীদের আড়াই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এই সময় ফায়ার সার্ভিস কর্মীদের কাজে গফলতির অভিযোগ এনে স্থানীয় দোকানদারদের সাথে কথা কাটাকাটি হয়।

স্টেশন মাস্টার নুরুল ইসলাম জানান, র্শট সার্কিট থেকে আগুনের উৎপত্তি। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। অগ্নিকান্ডে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মুন্সিগঞ্জ নিউজ
====================

Leave a Reply