ডাকাতির চেষ্টাকালে মেঘনা থেকে গুলিভর্তি শর্টগানসহ স্পিড বোট আটক করেছে কোস্টগার্ড

মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : মুন্সীগঞ্জের চরকিশোরগঞ্জের কাছে মেঘনা নদী থেকে ১০ রাউন্ড গুলি এবং একটি শর্টগানসহ একটি স্পিড বোট আটক করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের স্থানীয় স্টেশন কামান্ডার সাব লে. ফেরদৌস জানিয়েছেন, ডাকাতির চেষ্টা কালে কোস্টগাডের উপস্থিতি টের পেয়ে স্পিড বোট রেখে ডাকাতরা পালিয়ে যায়। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এটি আটক করা হয়। স্থানীয় লোকজন জানায়, আসলাম শিকদার, কাসেম, হারুন, জানে আলম এই স্পিডবোটটি ব্যবহার করে মেঘনায় নানা দস্যুতা ঘটিয়ে চলেছে।


মুন্সিগঞ্জ নিউজ

========================

ধলেশ্বরী নদীতে গুলিসহ সাটার গান উদ্ধার

মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে স্পিড বোড থেকে শনিবার সকাল ১১ টার দিকে ১০ রাউন্ড গুলিসহ একটি সাটার গান উদ্ধার করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড স্পিড বোডটিকে ধাওয়া করলে অস্ত্রধারীরা মোল্লারচর এলাকায় নেমে পালিয়ে যায়। কোস্টগার্ড সদস্যরা জানান, বালুমহালের ইজারাদারদের বিবদমান দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্বের জের ধরে অস্ত্রের মহড়া চলছিল।

মহাজোট সিন্ডিকেটের কর্নধার আফসার উদ্দিন ভূইয়া জানান, আসলাম শিকদার গংরা অস্ত্রের মহড়া করার সময় কোস্টগার্ড সাটার গানটি উদ্ধার করে।

বার্তা২৪ ডটনেট
========================

ধলেশ্বরী নদী থেকে ১০ রাউন্ড গুলিসহ ১টি সাটারগান উদ্ধার

কাজী দীপু, মুন্সীগঞ্জ থেকে: মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে গতকাল স্পিড বোট আটকের পর ১০ রাউন্ড গুলিসহ ১টি সাটারগান উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় স্পিড বোটটিও আটক করা হয়।

কোস্টগার্ড সূত্র জানায়, ধলেশ্বরী ও মেঘনা নদীর বালু মহালে হামলা চালাতে ইজারাদার আসলাম সিকদারের নির্দেশে সন্ত্রাসী আওলাদ, আক্তার ও হারুন বিভিন্ন অস্ত্র নিয়ে স্পিড বোট দিয়ে মহড়া দিচ্ছিল। খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করলে অস্ত্রধারীরা পৌরসভার মোল্লারচর এলাকায় নেমে পালিয়ে যায়।

এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

প্রতিপক্ষ ইজারাদার মহাজোট সিন্ডিকেটের সদস্য ও আ’লীগ নেতা আফসার উদ্দিন ভূইয়া জানান, আসলাম শিকদার গংরা অস্ত্রের মহড়া দেয়ার সময় ফেলে যাওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা ।

আমাদের সময়

Leave a Reply