মুন্সীগঞ্জ জেলা এবারও শীর্ষে

প্রাথমিক সমাপনী পরীক্ষা
প্রাথমিক সমাপনী পরীক্ষায় জেলা পর্যায়ে মুন্সীগঞ্জ জেলা এবারও শীর্ষ স্থান দখল করেছে। পাসের হার ৯৯ দশমিক ৮৯ শতাংশ। এবার এই জেলায় ২২হাজার ৯৭৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২২৯৫১ শিক্ষার্থী। এর মধ্যে ‘এ প্লাস’ পেয়েছে ১৪১৭, ‘এ’ ৭৪৬৮, ‘এ মাইনাস’ ৫৯৮৬, ‘বি’ ৪৪৭৮, ‘সি’ ৩২১২ ও ‘ডি’ গ্রেড পেয়েছে ৩৯০ শিক্ষার্থী । গোটা জেলায় ফেল করেছে মাত্র ২৫ জন শিক্ষার্থী । জেলার মুন্সীগঞ্জ সদর, টঙ্গীবাড়ি, লৌহজং ও শ্রীনগর উপজেলায় শতভাগ এবং গজারিয়ায় ৯৯ দশমিক ৯২ ও সিরাজদিখন ৯৯ দশমিক ৪৯ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুন নাহার এই তথ্য দিয়ে জানান, দেশের ৬৪ জেলার মধ্যে এবারও মুন্সীগঞ্জ জেলা ফলাফলের দিক দিয়ে প্রথম স্থান দখল করেছে।

মুন্সিগঞ্জ নিউজ
=====================

মুন্সীগঞ্জ সারাদেশে শীর্ষে পঞ্চগড় দ্বিতীয়

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হারের ক্ষেত্রে সারাদেশের মধ্যে মুন্সীগঞ্জ জেলা শীর্ষ স্থান অধিকার করেছে। এ জেলায় পাসের হার ৯৯.৯০ শতাংশ। জানা গেছে, জেলা থেকে মোট ২২ হাজার ৯৭৬ জন পরীক্ষার্থী সমাপনী পরীক্ষায় অংশ নেয়। যাদের মধ্যে পাস করেছে ২২ হাজার ৯৫১ জন। পাসের হার শূন্য এমন কোনো স্কুল এ জেলায় নেই। জেলায় প্রথম স্থান অধিকার করেছে টঙ্গীবাড়ি উপজেলার দক্ষিণ পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ইপশিতা দাস। সে মোট ৬০০ নাম্বারের মধ্যে পেয়েছে ৫৯৮। সে ইংরেজি, গণিত, ধর্ম ও বিজ্ঞানে ১০০ নাম্বার করে পেয়েছে এবং বাংলা ও সমাজবিজ্ঞানে ৯৯ করে নাম্বার পায়। সে উপজেলার শ্যাম প্রসাদ দাশ ও প্রমিলা পালের মেয়ে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, মুন্সীগঞ্জ সদর, শ্রীনগর, টঙ্গীবাড়ি ও লৌহজং উপজেলায় পাসের হার শতকরা একশত ভাগ। এছাড়া গজারিয়া উপজেলায় পাসের হার ৯৯ দশমিক ৯২ ভাগ ও সিরাজদিখান উপজেলায় পাসের হার ৯৯ দশমিক ৪৯ ভাগ।

এদিকে পঞ্চগড় প্রতিনিধি জানান, প্রাথমিক শিক্ষা ও এবতেদায়ি সমাপনী পরীক্ষার ফলাফলে পাসের হারের ক্ষেত্রে পঞ্চগড় জেলা সারাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। এতে জেলার বিদ্যালয়গুলোর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে বইছে আনন্দের বন্যা। জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানিয়েছে, এ বছর পরীক্ষায় ১৬,০৩১ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১৫,৯৭৪ জন। জেলায় মোট পাসের হার ৯৯.৬৪%। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ৯৯১ জন। জানা যায়, পাস করা শিক্ষার্থীদের মধ্যে ৭৪৬১ জন ছাত্র এবং ৮৫৩৩ জন ছাত্রী। জিপিএ-৫ পেয়েছে ৪০২ জন ছাত্র এবং ৪৮৯ জন ছাত্রী। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হারুন জানান, পরীক্ষায় পাসের হার বিবেচনায় সারাদেশের মধ্যে পঞ্চগড় দ্বিতীয় স্থান অর্জন করেছে। এছাড়া পঞ্চগড় সদর ও দেবীগঞ্জ উপজেলার শতভাগ শিক্ষার্থী পাস করেছে। সদর উপজেলায় পরীক্ষার্থীর সংখ্যা ৪,২৮৯ জন। যার মধ্যে জিপিএর-৫ পেয়েছে ৪৫৫ জন। দেবীগঞ্জ উপজেলায় পরীক্ষার্থীর সংখ্যা ৪,০৩২ জন এবং জিপিএ-৫ পেয়েছে ২৬৩ জন। এদিকে করতোয়া আদর্শ শিক্ষা নিকেতন জেলায় সেরা ফলাফল অর্জন করেছে। এ বিদ্যালয়ের ৯১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১ জন জিপিএ-৫ অর্জন করেছে। এ ব্যাপারে জেলার কয়েকজন শিক্ষক জানান, সাবেক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবিএম ছিদ্দিকুর রহমান জেলায় যোগদান করার পর সমাপনী পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে তিনি শিক্ষকদের সঙ্গে একাধিকবার মতবিনিময় করেছেন। এসব সভায় তিনি পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য পাঁচটি করে মডেল ও ওপেন টেস্ট নেয়ার নির্দেশ দেন। এতে যেসব শিক্ষার্থীর দুর্বলতা ধরা পড়বে তাদের জন্য বিশেষভাবে পাঠদানের পরামর্শ দেন তিনি। এ সব উদ্যোগ ও পরামর্শ শিক্ষকরা নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করায় জেলায় এ ধরনের ভালো ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে বলে তারা জানান। এছাড়া স্থানীয় সংসদ সদস্য গত সমাপনী পরীক্ষায় প্রতি উপজেলায় সেরা ফলাফল অর্জনকারী তিনটি বিদ্যালয়কে ল্যাপটপ কম্পিউটার এবং প্রত্যেক ইউনিয়নের দুইটি বিদ্যালয়কে এক লাখ টাকার ক্রীড়া সামগ্রী প্রদান করলে শিক্ষক ও শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য অনুপ্রেরণা পেয়েছেন বলে জানা যায়। এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুল হক বলেন, শিক্ষকদের আন্তরিকতা, পূর্ব প্রস্তুতি, পাঁচটি করে মডেল এবং ওপেন টেস্ট নেয়ার পর দুর্বল শিক্ষার্থীদের শনাক্ত করে তাদের জন্য বিশেষ ব্যবস্থা নেয়ার কারণে এ ধরনের ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। এছাড়া অনেক স্কুলে দুর্বল শিক্ষার্থীদের জন্য আবাসিক বোর্ডিং করে পাঠদানের ব্যবস্থা করা হয়।

যায় যায় দিন

Leave a Reply