মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও বিএনপি’র মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক উইং কমান্ডার অব. এম হামিদুল্লাহ খান বীর প্রতীক আর নেই। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা আড়াইটায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার বড় ছেলের স্ত্রী রাইসা ওয়ালি খান বার্তা২৪ ডটনেটকে জানিয়েছেন, সকালে অসুস্থতা বোধ করলে তাকে সিএমএইচ-এ ভর্তি করা হয়। সেখানে বেলা আড়াইটার দিকে তিনি মারা যান।
তার লাশ ঢাকা সেনানিবাসের তিন নম্বর রোডের ১৫/১ নম্বর বাড়িতে নেয়া হয়েছে। শনিবার সকাল ১০টায় সেনানিবাসের আল্লামা মসজিদে তার প্রথম জানাজার নামাজ হবে। ১১টায় নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে আনা হবে। সেখানে দ্বিতীয় নামাজে জানাজা হবে। এরপর সাড়ে ১২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তৃতীয় জানাজা হবে। জাপান প্রবাসী ছোট ছেলে মুরাদ আহমেদ খান আসার পর তাকে দাফন করা হবে।
শুক্রবার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তার সহকর্মী রাজনীতিক, সাবেক সেনা কর্মকর্তারা ছুটে যান তার বাসভবনে। ভগ্নিপতি বেসরকারি বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী কর্নেল অব. ফারুক খান, ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা, মুক্তিযুদ্ধের প্রজন্মের শ্যামা ওবায়েদসহ অনেকেই তার বাসায় ছুটে যান।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ, বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী, এলডিপি’র চেয়ারম্যান কর্নেল অলি আহমদ, খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ ইসহাকসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতারা ও সমমনা দলের নেতারা শোক জানিয়েছেন।
বীরের জীবন (১০ ফেব্রুয়ারি ১৯৪০ – ৩০ ডিসেম্বর ২০১১)
উইং কমান্ডার অব. হামিদুল্লাহ খান বীর প্রতীক ১৯৪০ সালের ১০ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার মেদিনীমন্ডল গ্রামে জন্ম গ্রহণ করেন। তার মায়ের নাম জসিমুন্নেসা খান ও বাবা মরহুম দবির উদ্দিন খান। নয় ভাই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।
হামিদুল্লাহ খান ১৯৬০ সালে তখনকার পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দেন। দুই বছর প্রশিক্ষণ শেষে ৬২ সালে কমিশন লাভ করেন। ১৯৭০ সালের শেষ দিকে পূর্ব পাকিস্তান বিমান বাহিনী সদর দফতরে সহকারী প্রভোস্ট মার্শাল হিসেবে যোগ দেন। একাত্তরে স্বাধীনতা যুদ্ধে অংশ নেন তিনি। প্রথমে প্রবাসী বাংলাদেশ সরকারের সামরিক প্রতিনিধি হিসেবে ভারতের বিহার রাজ্যের চাকুলিয়ায় প্রধান প্রধান গেরিলা প্রশিক্ষণ শিবিরগুলোতে কাজ করেন। পরে ১১ নম্বর সেক্টর কমান্ডার ও একইসঙ্গে জেড ফোর্সের কমান্ডার মেজর জিয়াউর রহমান তাকে সাব সেক্টর কমান্ডার নিযুক্ত করেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য তাকে জীবিত মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ খেতাব বীর প্রতীকে ভূষিত করা হয়।
১৯৭৯ সালে বিমান বাহিনী থেকে অবসর নেয়ার পর বিএনপি’র রাজীতিতে যোগ দেন। তিনি ১৯৭৯, ৯১ ও ৯৬ সালে মুন্সিগঞ্জ দুই আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।
হামিদুল্লাহ খানের স্ত্রী মিসেস রাবেয়া সুলতানা, বড় ছেলে তারেক আহমদ খান ও ছোট ছেলে মুরাদ আহমদ খান। তার মেজো ছেলে জিহাদ আহমদ খান ১৯৮১ সালের আগস্ট মাসে মারা যান।
বার্তা২৪
=========================
চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা হামিদুল্লাহ খান
মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মেজো ভাই উইং কমান্ডার (অব) এম হামিদুলস্নাহ খান বীরপ্রতীক আর নেই। শুক্রবার বেলা আড়াইটায় তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
মরহুম হামিদুল্লাহ খান স্ত্রী রাবেয়া সুলতানা খান, বড় ছেলে তারেক হামিদ খান কনি, ছোট ছেলে মুরাদ হামিদ খান সানিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এই বীর মুক্তিযোদ্ধার মৃতু্যতে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে জাতীয় সংসদে বিরোধী দলের নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
মরহুমের লাশ শুক্রবার রাতে সিএমএইচ মরচুয়ারিতে রাখা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে দশটায় হামিদুলস্নাহ খানের প্রথম জানাজা ক্যান্টনমেন্টের আল্লাহু মসজিদে, দ্বিতীয় জানাজা বেলা সাড়ে এগারোটায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও তৃতীয় জানাজা দুপুর সাড়ে বারোটায় সংসদ ভবনের দৰিণ পস্নাজায় অনুষ্ঠিত হবে। ছোট ছেলে মুরাদ হামিদ খান জাপান থেকে দেশে ফেরার পর তাঁকে দাফন করা হবে। আগামীকাল রবিবার সকাল সাড়ে ১১টায় বিমানবাহিনী তোপধ্বনির মাধ্যমে গার্ড অব অনার দিয়ে বনানী কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন সম্পন্ন করবে।
হামিদুলস্নাহ খান উচ্চ রক্তচাপে ভুগছিলেন। শুক্রবার সকালে অসুস্থ হয়ে পড়ায় সকাল সাড়ে ৮টার দিকে তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান। বিকেল ৫টার দিকে তাঁর লাশ ঢাকা সেনানিবাসের তিন নম্বর রোডের ১৫/১ নম্বর বাড়িতে নেয়া হলে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েন। লাশ দেখতে বাসায় ছুটে যান সরকারের মন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, দৈনিক পত্রিকার সম্পাদক ও বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এর মধ্যে ছিলেন বেসরকারী বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লে. কর্নেল (অব) ফারম্নক খান, দৈনিক জনকণ্ঠ সম্পাদক মোহাম্মদ আতিকউলস্নাহ খান মাসুদ, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরম্নল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব) আসম হান্নান শাহ, নজরম্নল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব) আলতাফ হোসেন চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. জাহিদ হোসেন, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা, সদস্য সচিব আবদুস সালাম ও বিএনপি চেয়ারপার্সনের প্রেস উয়িংয়ের কর্মকর্তা সাইরম্নল কবির।
সংৰিপ্ত জীবনবৃত্তানত্ম উইং কমান্ডার (অব) এম হামিদুলস্নাহ খান বীরপ্রতীক ১৯৪০ সালের ১০ ফেব্রম্নয়ারি মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার (তৎকালীন বিক্রমপুর পরগনা) মেদিনীম-ল গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম দবিরউদ্দিন খান, মাতার নাম জসিমুন্নেসা খান। নয় ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। বাবার চাকরির কারণে তাঁর পড়াশোনা হয়েছে ভারত ও বাংলাদেশের বিভিন্ন স্থানে। ১৯৫৯ সালে ঢাকার জগন্নাথ কলেজ (বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়) থেকে স্নাতকোত্তর ডিগ্রী নিয়ে তৎকালীন পাকিসত্মান বিমানবাহিনীতে যোগ দেন হামিদুলস্নাহ খান।
হামিদুলস্নাহ খান ১৯৬০ সালে পাকিসত্মান বিমানবাহিনীতে যোগ দেন। তিনি দীর্ঘ ২১ বছর বিমানবাহিনীতে কর্মরত ছিলেন। বিমানবাহিনীতে যোগদানের পর দুই বছর প্রশিৰণ শেষে ‘৬২ সালে সাফল্যের সঙ্গে কমিশন লাভ করেন। ১৯৭০ সালের শেষ দিকে পূর্ব পাকিসত্মান বিমানবাহিনী সদর দফতরে সহকারী প্রভোস্ট মার্শাল হিসেবে যোগ দেন। শুরম্নতেই তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। ১৯৭১ সালে বিহারের চাকুলিয়ায় সর্ববৃহৎ গেরিলা ট্রেনিং ক্যাম্পে প্রবাসী সরকারের সামরিক প্রতিনিধি হিসেবে কাজ করেন। ১১ নম্বর সেক্টর ও যুগপৎভাবে জেড ফোর্সের কমান্ডার মেজর জিয়াউর রহমান তাঁকে সাব সেক্টর কমান্ডার নিযুক্ত করেন। ৩ নবেম্বর থেকে তিনি ১১ নম্বর সেক্টরের কমান্ডার নিযুক্ত হন। তিনি পাক সেনাদের সঙ্গে যুদ্ধে অসীম সাহসিকতার পরিচয় দেন। প্রবাসী সরকার তাঁকে সাহসিকতার স্বীকৃতিস্বরূপ ফিল্ড প্রমোশন দিয়ে স্কোয়াড্রন লিডার পদে উন্নীত করে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে এ কে খন্দকারের পাশাপাশি তিনিও ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য তাঁকে জীবিত মুক্তিযোদ্ধাদের খেতাব বীরপ্রতীকে ভূষিত করা হয়। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ঢাকার বনানীর ২৩ নম্বর সড়কটির নাম ‘হামিদুলস্নাহ খান সড়ক’ দেয়া হয়। মুক্তিযুদ্ধের আগে ধানম-ির ৩২ নম্বর সড়কের ৬৬১/বি নম্বর বাড়িতে থাকতেন তিনি।
তাঁর সঙ্গে বাসায় থাকতেন মা, ছোট বোন, স্ত্রী ও তিন শিশুসনত্মান। ২৭ মার্চ জিয়াউর রহমানের বেতার ভাষণ শোনার পর বেরিয়ে পড়েন মহান মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য প্রথমে দেখা করেন খালেদ মোশাররফের ২নং সেক্টর হেডকোয়ার্টারে। রাতে বিশ্রাম নিয়ে পরের দিন চলে যান আগরতলায়। কয়দিন পর ঢাকা থেকে তাঁর স্ত্রী এবং সনত্মানদের নিয়ে যাওয়া হয় আগরতলায়। সেখানে একটি ছোট স্কুল ঘরে পরিবার নিয়ে থাকেন তিনি। ওই স্থানে দেখা হয় মীর শওকত আলীর সঙ্গে। আগরতলা থেকে ক’দিন পর চলে যান কলকাতায়। কলকাতায় গিয়ে ওঠেন নিউ মার্কেটের পাশে লিটন হোটেলে। সেখানে এর আগ থেকে থাকতেন এ কে খন্দকারসহ বেশ কয়েকজন অফিসার। তার পরের দিন কলকাতার ৮নং থিয়েটার রোডের বাড়িতে গিয়ে দেখা করেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর সঙ্গে। সেখানে তিনি বেশি দিন থাকেন। তারপর এ কে খন্দকারকে জানালেন নিজের মনের আকুতি সম্মুখসমরে যুদ্ধ করার কথা। এ কে খন্দকারের অনুমতি নিয়ে তিনি চলে যান মেজর জিয়ার ব্রিগেড হেডকোয়ার্টারে। তারপর থেকে সম্মুখসমরে যুদ্ধ করেন তিনি।
১৯৭৮ সালে বিমানবাহিনী থেকে অবসর নেয়ার পর বিএনপির রাজনীতিতে যোগ দেন। তিনি ১৯৭৯, ‘৯১ ও ‘৯৬ সালে মুন্সীগঞ্জ-২ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনে ঢাকার একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। ১৯৯৬ সাল পর্যনত্ম টানা বিএনপিতে ছিলেন তিনি। তবে ১৯৯৬ সালের নির্বাচনে মনোনয়ন না পাওয়ার পর আওয়ামী লীগে যোগ দেন তিনি। তবে এক বছরের মাথায় পুনরায় বিএনপিতে ফেরেন এবং মৃতু্য পর্যনত্ম ওই দলেই ছিলেন।
কর্মজীবনে বিভিন্ন গুরম্নত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন হামিদুলস্নাহ খান। বিভিন্ন সময়ে জনতা ব্যাংক, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, পোস্ট গ্রাজুয়েট মেডিক্যাল রিসার্চ সেন্টারের চেয়ারম্যানের পদে দায়িত্ব পালন করেছেন তিনি। মুক্তিযুদ্ধ নিয়ে লেখালেখিও রয়েছে হামিদুলস্নাহ খানের। তাঁর প্রকাশিত দুটি গ্রন্থ হচ্ছে_ ‘একাত্তরে উত্তর রণাঙ্গন’ ও ‘বাঙালির স্বাধীনতার পটভূমি।’ নিজ এলাকা মুন্সীগঞ্জের মেদিনীম-লে একটি মহিলা কলেজ প্রতিষ্ঠা করেছেন তিনি।
বিভিন্ন মহলের শোক মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এম হামিদুলস্নাহ খানের মৃতু্যতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদে বিরোধী দলের নেতা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসনত্মপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা ও সৎ রাজনীতিবিদ হামিদুলস্নাহ খানের মৃতু্যতে জাতির অপূরণীয় ৰতি হয়েছে।
তিনি আরও বলেন, একাত্তরের রণাঙ্গনের লড়াকু এই যোদ্ধার অবদান জাতি কখনই ভুলবে না। বিএনপি চেয়ারপার্সন বলেন, মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার হিসেবে হামিদুলস্নাহ খান জীবনবাজি রেখে স্বজাতির মুক্তির জন্য লড়াই করেছেন। পেশাগত জীবনে দক্ষতা, নিষ্ঠা এবং কর্তব্যপরায়ণ সেনা কর্মকর্তা হিসেবেও তাঁর সুনাম ছিল।
বিএনপির প্রতিষ্ঠাকালে প্রয়াতের অবদান স্মরণ করে খালেদা জিয়া বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদী রাজনীতিতে উদ্বুদ্ধ হয়ে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপিতে যোগ দিয়ে তিনি (হামিদুলস্নাহ খান) দলকে সুসংগঠিত করতে অসামান্য অবদান রেখেছেন, তা দল চিরদিন স্মরণ রাখবে।
এ ছাড়াও তাঁর মৃতু্যতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরম্নল ইসলাম আলমগীর, জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ, বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী, এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমদ, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) ইবরাহিম বীরপ্রতীক, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোসত্মাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, এনপিপির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলু, খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ ইসহাক, মেজর (অব) হাফিজউদ্দিন আহমেদ, সাদেক হোসেন খোকা, মুক্তিযোদ্ধা দলের সভাপতি অধ্যৰ সোহরাবউদ্দিন, মুক্তিযুদ্ধ প্রজন্মের সভাপতি শ্যামা ওবায়েদ ও সুশীল ফোরামের সভাপতি মোঃ জাহিদ। তাঁর মৃতু্যতে আরও যেসব সংগঠন শোক প্রকাশ করেছে সেগুলোর মধ্যে রয়েছে স্কেটর ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টি, কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ‘৭১, সম্মিলিত সংগঠন সমন্বয় পরিষদ, জিয়া সেনা ও সময়ের প্রয়োজনে।
মুন্সীগঞ্জে শোকের ছায়া স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ থেকে জানান, বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি, মুক্তিযুদ্ধকালীন ১১নং সেক্টর কমান্ডার উইং কমান্ডার (অব) এম হামিদুলস্নাহ খানের মৃতু্যতে জন্মভূমি মুন্সীগঞ্জের লৌহজংয়ের মেদিনীম-ল খান সাহেবের বাড়িসহ সারা জেলায় শোকের ছায়া নেমে আসে।
শুক্রবার সকালে গ্রামের বাড়ি লৌহজং উপজেলার মেদিনীম-লের খান বাড়িতে আসার কথা থাকলেও শেষবারের মতো তাঁর আর জীবিত অবস্থায় বাড়ি আসা হলো না। ভাইয়ের বাড়ি যাওয়ার সংবাদ পেয়ে অনুজ মোহাম্মদ আতিকউলস্নাহ খান মাসুদ বাড়ির কেয়ারটেকার রাজা মিয়াকে নির্দেশ দেন যাতে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে যাতে তাঁর উপযোগী করে রাখে। রাজা মিয়া সকল প্রস্তুতি সম্পন্ন করে অপেক্ষা করতে থাকেন কখন তিনি আসবেন। তাঁকে রিসিভ করার প্রহর আর শেষ হলো না। তিনি আর কখনই ফিরে আসবেন না।
গ্রামের বাড়িতে রওনা হওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে তাঁকে ঢাকার সিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হামিদুলস্নাহ খানের মৃতু্যতে জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ জেলার প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম, সাবেক উপমন্ত্রী আব্দুল হাই, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর রিপন মলিস্নক, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল ও বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মাসুদ খান গভীর শোক প্রকাশ করেছেন।
নিজস্ব সংবাদদাতা, গৌরনদী থেকে জানান, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার হামিদুলস্নাহ খানের মৃতু্যতে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন মুক্তিযুদ্ধের বরিশালের গৌরনদী অঞ্চলের মুজিব বাহিনীর কমান্ডার ও সাবেক চীফ হুইপ আলহাজ আবুল হাসানাত আব্দুলস্নাহ, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপি, জনতা ব্যাংকের পরিচালক এ্যাডভোকেট বলরাম পোদ্দার বাবলু, গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ মনিরম্নল ইসলাম বুলেট ছিন্টু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলাউদ্দিন বালী, ডেপুটি কমান্ডার আব্দুল হক ঘরামী, আনোয়ার হোসেন ও অনলাইন গৌরনদী ডট কম-এর সম্পাদক খোকন আহম্মেদ হীরা।
জনকন্ঠ
========================
হামিদুল্লাহ ছিলেন লড়াকু যোদ্ধা: খালেদা
মুক্তিযুদ্ধের অন্যতম সমরনায়ক এম হামিদুল্লাহ খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
এক শোকবাণীতে তিনি বলেছেন, একাত্তরের রণাঙ্গনের লড়াকু এই যোদ্ধার অবদান জাতি কখনোই ভুলবে না।
বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য হামিদুল্লাহ খান শুক্রবার দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিলো ৭৪ বছর।
বিএনপি চেয়ারপারসন বলেন, মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার হিসেবে হামিদুল্লাহ খান জীবনবাজি রেখে স্বজাতির মুক্তির জন্য লড়াই করেছেন। পেশাগত জীবনে দক্ষতা, নিষ্ঠা এবং কর্তব্যপরায়ণ সেনা কর্মকর্তা হিসেবেও তার সুনাম ছিলো।
বিএনপির প্রতিষ্ঠাকালে প্রয়াতের অবদান স্বরণ করে খালেদা বলেন, “বাংলাদেশী জাতীয়তাবাদী রাজনীতিতে উদ্বুদ্ধ হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপিতে যোগ দিয়ে তিনি (হামিদুল্লাহ খান) দলকে সুসংগঠিত করতে অসামান্য অবদান রেখেছেন, তা দল চিরদিন স্মরণ রাখবে।”
খালেদা জিয়ার প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বীর প্রতীক হামিদুল্লাহ খানের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সহসভাপতি সাদেক হোসেন খোকা, হাফিজ উদ্দিন আহমেদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অলি আহমদও গভীর শোক প্রকাশ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
==================
‘মুক্তিযোদ্ধা- এ নিয়েই গর্ব ছিলো তার’
জীবনে অনেক পদ-পদবি অর্জনের পরও এম হামিদুল্লাহ খান নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিতেই পছন্দ করতেন বলে জানিয়েছেন বিএনপি নেতারা।
শুক্রবার দুপুরে যখন বীর প্রতীক হামিদুল্লাহ খান মারা যান, তখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সভা চলছিলো কৃষক দলের, তাতে ছিলেন বিএনপির অনেক নেতা।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মৃত্যুর খবর ঘোষণা করার সঙ্গে সঙ্গে নীরবতা নেমে আসে সভায়।
তিনি বলেন, “আমাদের নেতা হামিদুল্লাহ খান আর নেই। ভাগ্যের নির্মম পরিহাস ৪৮ ঘণ্টা আগে তিনি যে কথা বলেছিলেন, ৪৮ ঘণ্টা পর সেই তিনিই আমাদের ছেড়ে গেলেন।”
বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হামিদুল্লাহ গত বুধবার গুলশানে দলীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে বলেছিলেন, “জীবন বাজি রেখে রণাঙ্গনে মেজর জিয়ার সঙ্গে যুদ্ধ করেছি। ম্যাডাম (খালেদা) আজ মনে হচ্ছে, আমরা মুক্তিযোদ্ধারা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছি। অনেক মুক্তিযোদ্ধা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন।”
গত ১৮ ডিসেম্বর বিএনপির মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে হামিদুল্লাহ খানও ছিলেন। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ায় খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানাতে বুধবার তার সঙ্গে দেখা করেছিলেন হামিদুল্লাহ। আর ওই সময় খালেদাকে বলা তার কথা শুক্রবারের সভায় তুলে ধরেন ফখরুল।
হামিদুল্লাহ খান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরের কমান্ডার কর্নেল আবু তাহের আহত হওয়ার পর ওই সেক্টরের নেতৃত্বে ছিলেন হামিদুল্লাহ খান।
বিমান বাহিনীর কর্মকর্তা হিসেবে এ কে খন্দকারের (বর্তমানে পরিকল্পনামন্ত্রী) মতো হামিদুল্লাহও একাত্তরে মুক্তিযুদ্ধে যোগ দেন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে এ কে খন্দকারের পাশাপাশি তিনিও ছিলেন।
ফখরুল বলেন, “এক জন সাদাসিদে ভদ্র মানুষ ছিলেন তিনি (হামিদুল্লাহ)। তিনি গর্ববোধ করতেন মুক্তিযোদ্ধা হিসেবে নিজেকে পরিচয় দিতে।”
বিমান বাহিনী থেকে অবসর নিয়ে রাজনীতিতে জড়িয়েছিলেন হামিদুল্লাহ খান। বিভিন্ন সময়ে জনতা ব্যাংক, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল রিসার্চ সেন্টারের চেয়ারম্যানের পদে ছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর
===============
উইং কমান্ডার হামিদুল্লাহ খান আর নেই
মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : বীর মুক্তিযোদ্ধা , সাবেক এমপি ও বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক উইং কমান্ডার হামিদুল্লাহ খান (৭৫) আর নেই। শুক্রবার দুপুর ৩টার সময় সম্মিলিত সামরিক হাসপাতালে মারা গেছেন। তিনি হামিদুল্লাহ খান উচ্চ রক্তচাপে ভুগছিলেন।
শুক্রবার সকালে তিনি মুন্সীগঞ্জের লৌহজংয়ের নিজ খান বাড়িতে আসার কথা ছিল। কিন্তু হঠাৎ অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ পুত্র রেখে গেছেন। তিনি দৈনিক জনকন্ঠ পত্রিকার সম্পাদক আতিকুল্লাহ খানের বড় ভাই। ‘৭৫’ এর রাজনৈতিক পঠ পরিবর্তনের পর তিনি জিয়াউর রহমানের বিএনপির রাজনীতিতে যোগদান করেন। পরে তিনি আ’লীগের রাজনীতিতে যোগদান করে। এখানে তার সঠিক মুল্যায়ান না হওয়ায় তিনি আবার বিএনপির রাজনীতিতে ফিরে যান।
বীর প্রতীক খেতাবধারী এই উইং কমান্ডার ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ১১ নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক স¤পাদক হামিদুল্লাহ খান ১৯৭৯ ও ১৯৯১ সালে দুই দফায় সংসদ নির্বাচিত হন।
তার মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন।
মুন্সিগঞ্জ নিউজ
========================
সেক্টর কমান্ডার হামিদুল্লাহ খান আর নেই
মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এম হামিদুল্লাহ খান বীরপ্রতীক মারা গেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। তিনি বিএনপির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ছিলেন।
গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান। তার বয়স হয়েছিল ৭৪ বছর। বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত এই কর্মকর্তা স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।
হামিদুল্লাহ খানের পুত্রবধূ রাইসা ওয়ালী খান জানান, হামিদুল্লাহ খান উচ্চ রক্তচাপে ভুগছিলেন। সকালে অসুস্থ হয়ে পড়ায় সাড়ে ৮টার দিকে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান।
বিকালে তার মরদেহ হাসপাতাল থেকে ঢাকা সেনানিবাসের ৩ নম্বর সড়কে তার বাড়িতে নেওয়া হয়। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তার সহকর্মী রাজনীতিক, সাবেক সেনা কর্মকর্তারা ছুটে যান তার বাসভবনে। সেখানে যান তার ভগি্নপতি বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী কর্নেল অব. ফারুক খান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা, কেন্দ্রীয় নেতা আলতাফ হোসেন চৌধুরী, বরকতউল্লাহ বুলু, আব্দুস সালাম, মুক্তিযুদ্ধের প্রজন্মের শ্যামা ওবায়েদ প্রমুখ।
আজ শনিবার সকাল ১০টায় সেনানিবাসের আল্লামা মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আনা হবে। সেখানে দ্বিতীয় জানাজা হবে। এরপর সাড়ে ১২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তৃতীয় জানাজা হবে। হামিদুল্লাহ খানের দাফনের বিষয়ে সিদ্ধান্ত জাপান প্রবাসী ছোট ছেলে মুরাদ হামিদ খান ফেরার পর হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
এদিকে, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও দলের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক এম হামিদুল্লাহ খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় তারা মরহুমের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
হামিদুল্লাহ খান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরের কমান্ডার কর্নেল আবু তাহের আহত হওয়ার পর ওই সেক্টরের নেতৃত্বে ছিলেন। বিএনপির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক হামিদুল্লাহ ১৯৭৯, ১৯৯১ ও ১৯৯৬ (১৫ ফেব্রুয়ারির নির্বাচন) সালে তিন দফায় পৈতৃক এলাকা মুন্সীগঞ্জ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৫৯ সালে ঢাকার জগন্নাথ কলেজ (বর্তমানে বিশ্ববিদ্যালয়) থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে তৎকালীন পাকিস্তান বিমানবাহিনীতে যোগ দেন হামিদুল্লাহ খান। বিমান বাহিনীর কর্মকর্তা হিসেবে এ কে খন্দকারের (বর্তমানে পরিকল্পনামন্ত্রী) মতো হামিদুল্লাহ খানও একাত্তরে মুক্তিযুদ্ধে যোগ দেন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে এ কে খন্দকারের পাশাপাশি তিনিও ছিলেন।
কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন হামিদুল্লাহ খান। বিভিন্ন সময়ে জনতা ব্যাংক, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল রিসার্চ সেন্টারের চেয়ারম্যানের পদে ছিলেন তিনি।
ডেসটিনি
Leave a Reply