রোর্ড মার্চের প্রথম পথসভায় গজারিয়ায় খালেদা জিয়া
মোহাম্ম সেলিম, মুন্সীগঞ্জ থেকে : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, জালিম সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে সরকার বিরোধী কঠোর আন্দোলনে রাজপাথে নেমে আসুন। এখন থেকেই শুরু হবে সরকার পতনের গোড়াপত্তন। রোববার দুপুর দেড়টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার তেতৈতলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রোড মার্চ যাত্রার প্রাক্কালে এক সংক্ষিপ্ত পথ সভায় তিনি দলীয় নেতাকর্মীসহ দেশবাসীকে এই আহব্বান জানিয়েছেন। এর আগে ওই এলাকায় রোড মার্চ বহরকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাই। মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাজী মজিবর রহমান, গজারিয়া উপজেলা বিএনপির সভাপতি এ কে এম গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ভূইয়া, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মান্নান দেওয়ান (মনা) উপজেলা সহ সভাপতি আহসান উল্লাহ ও দলীয় নেতাকর্মী। পরে বেগম খালেদা জিয়া রোর্ড মার্চের গাড়ী বহরটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করে। সকাল থেকেই ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া সীমানার বিভিন্ন পয়েন্টে বিএনপি নেতাকর্মীরা দলের চেয়ারপারর্সনকে অভ্যর্থনা জানাতে ও রোড মার্চ সফলের লক্ষ্যে সমবেত হয়েছিলেন।
মুন্সিগঞ্জ নিউজ
Leave a Reply