ইকবাল হোছাইন ইকু : রূপকথার গল্পের মতো বর্তমান যুগের শিশু কিশোররা শুনছেন বিলুপ্ত প্রায় গামীণ খেলাধূলার বিভিন্ন আসরের কথা। এ যুগের শিশু কিশোরদের কাছে মজার খেলা কাবাডি, মোরগের লড়াই, ষাঁড়ের লড়াই,হাড়িভাঙ্গা, গাছন/গাদন, লুকোচুরি, রেডিং, ঢাংগুটি খেলা এখন শুধু স্বপ্নের অতীত। বর্তমান ক্রিকেট ও ফুটবল খেলার জনপ্রিয়তার নিচে চাপা পড়ে হারিয়ে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্যবাহী এ খেলাগুলো। অথচ মাত্র এক যুগ পূর্বেও এসব খেলার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বি। গ্রামীণ খেলাধূলার অতীত, বর্তমান ও ভবিষ্যত নিয়ে বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও কলেজপড়–য়া ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের সাথে আলাপ করে জানাযায়, গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধূলা বিলুপ্ত হওয়ার নেপথ্যের কথা। নিমতলা সরকারী প্রাথমীক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী সোহেলা আক্তার সানজীদা প্রতিবেদককে জানান, পাঠ্য বইয়ে সে গোল্লাছুট, দাড়িয়াবান্দা, দড়িলাফ, এক্কাদোক্কা, ফুলটোকা, পলানটুক খেলার নাম শুনেছেন কিন্তু এখন পর্যন্ত সে এ খেলা দেখেনি। এমনকি জানেওনা এ খেলার নিয়ম কানুন। তিনি আরও জানান, এখন লেখাপড়া করে খেলার সময় পাওয়া যায়না। শুক্রবার ছুটির দিনেও থাকে বাসায় পড়ার চাপ।
তাই কোনো খেলাধূলায় তার অংশগ্রহণ নেই বললেই চলে। উপজেলার সিরাজদিখান মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র রিফাত হাসান সাহেদ জানায়, ছোট বেলা থেকে ফুটবল আর ক্রিকেট এ দুটো খেলারই প্রচলন বেশি দেখে আসছেন। তাই অন্য খেলায় তার আগ্রহ কম। হা-ডু-ডু, বৌছি, কানামাছি, লাঠিখেলার নাম শুনেছেন কিনা প্রশ্ন করলে সে জানায়, “নাম শুনেছি কিন্তু খেলার নিয়ম বা কৌশল জানা নেই”। কমলাপুর গ্রামের ষাটোর্ধ খোদেজা বেগম বলেন, আমাদের কৈশোরকালে আমরা তিনপায়ে দৌড়, বৌমাছি, পলানটুক, সুই-সুতা, দড়ি, সাতচারা, ধাপ্পা, কুতকুত, জুতা চোর, রুটি তাওয়া, এলন্ডি লন্ডন, ছোঁয়া-ছোঁয়ি, অলডুবানি, চেয়ার সেটিং, দাইড়া, ওপোনটু বাইসকো, ডান্ডাগুটি, সাতার বাইস, গানের কলি, পাসা, চোর-পুলিশ, কিলোয়ার, গাউচ্ছারে ভাই গাউচ্ছা, বস্তা দৌড়, অংক দৌড়, লৌহ/বর্ষা নিক্ষেপ, হাসরে হাস, সাত পাতা, বোমপাইট, রস-কস, চার/ষোল গুটি, ঘোরগাট্টি, জামাই-বৌ, উচ্চ ফাল (হাই জাম্প), দীর্ঘ ফাল (লং জাম্প), চিতল খেলা, পুতুল খেলা, মার্বেল খেলা, লাটিম খেলা, মুলা খেলা, বাঘ বকরি খেলা, গোস্ত খেলা, চাক্কি খেলা, বিস্কুট খেলা, চামুচ খেলা, বালিস খেলা খেলছি।
এখন আর ঐসব খেলা দেখা যায়না। এমনকি বর্তমান যুগের ছেলে-মেয়েরা ঐসব খেলার নামও জানেনা। ঐসব খেলার স্থলে এখন স্থান দখল করে নিয়েছে বাস্কেট বল, ভলি বল, কেরাম বোর্ড, ডাবা, ভিডিও গেম্স। কংশপুরার কোরবান মেম্বার বলেন, তখনকার ঐতিহ্যবাহী প্রতিযোগিতা ছিল নৌকা বাইচ। প্রতিযোগিতা হতো বিভিন্ন গ্রামের মধ্যে। সিরাজদিখানের নদীগুলোতে দেখাযেতো, দুই তীরে হাজার হাজার গ্রামবাসী উপস্থিতিতে রং বেরংয়ের নৌকা সাজিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করত বিভিন্ন গ্রামের যুবকরা। এক সময়ের গ্রামীণ জনপ্রিয় খেলাধূলাগুলো বিলুপ্ত হওয়ার কারণ সম্পর্কে প্রশ্ন করলে বিক্রমপুর ডিগ্রি কলেজের ক্রিয়া শিক্ষক বলেন, এখন আর আগের মতো খেলাধূলার পরিবেশ নেই এছাড়া এ যুগের ছেলেমেয়েরা লেখাপড়া নিয়েই বেশিরভাগ সময়ে ব্যস্ত থাকে। যতটুকু অবসর পায় টিভিতে ক্রিকেট আর ফুটবল খেলা দেখেই সময় কাটায়। তাছাড়া গ্রামীণ ঐতিহ্যবাহী হা-ডু-ডু, বৌচি, কানামাছি খেলা এখন এ যুগের ছেলেমেয়েদের কাছে অজানা।
স্কুল কলেজের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার আসরেও বিলুপ্ত প্রায় এ খেলার প্রচলন নেই। একাধিক অভিভাবকদের সাথে কথা বলে জানা গেছে, এখন আর বাচ্চাদের খেলধূলার জন্য খেলার মাঠ নেই। বর্ষা মৌসুমে যেসব মাঠে এ খেলাধূলা হতো, তাতে এখন গড়ে উঠেছে বসত ঘর। আবার মাঠ থাকলেও সেখানে হচ্ছে চাষাবাদ। অবসর সময়ে ঘরে বসে টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠান, ক্রিকেট ও ফুটবল খেলা দেখে সময় কাটিয়ে দেন। তাদের আর খেলাধুলা করা হয়না। যারাও খেলাধূলা করছেন তারা বেছে নিয়েছেন ক্রিকেট। আর এর কারণে গামীণ ঐতিহ্যবাহী খেলাধূলা এ যুগের শিশুকিশোরদের কাছে এখন স্বপ্নের অতীত। বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সম্মান ১ম বর্ষের কমলাপুর গ্রামের ছাত্রী উম্মে হাবিবার সাথে কথা বলে জানা যায়, বাচ্চারা এখন শিশিমপুর ও টম এন্ড জেরী দেখে যার কারণে গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধূলার কাছেও চাপেনা। আর কিশোররাতো ব্লগিং, ফেইসবুকে চ্যাটিং, মোবাইলে কলিং ও কম্পিউটারে ভিডিও গেম্স খেলে সময় কাটায়। যার জন্য আমাদের গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা ধূলা হারিয়ে যাচ্ছে।
বিডি রিপোর্ট ২৪
thanks a lot