মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার চারটি খাল দখলমুক্ত ও পুনর্খননের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে খাল রক্ষা কমিটি। গতকাল রোববার দুপুরে খাল রক্ষা কমিটির আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ ও সদস্যসচিব মাহফুজ আহমেদ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপির সঙ্গে একই দাবিতে সংগৃহীত গণস্বাক্ষরের একটি তালিকাও জমা দেন। এতে বিভিন্ন শ্রেণী-পেশার দুই হাজার ৪১০ জনের স্বাক্ষর রয়েছে।
স্মারকলিপিতে নয়নের খাল, রিকাবীবাজার খাল, ফেচন্নীর খাল ও গোপপাড়ার খাল দখলদারদের কাছ থেকে উদ্ধার করে পুনর্খননের দাবি জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, স্মারকলিপি জমা দিতে এলাকার প্রায় অর্ধশত মানুষ জেলা প্রশাসকের কার্যালয়ে যান। স্মারকলিপি জমা নেওয়ার পর জেলা প্রশাসক মো. আজিজুল আলম জানান, খাল দখলমুক্ত করতে সবার সহযোগিতা প্রয়োজন।
এ প্রসঙ্গে খাল রক্ষা কমিটির সদস্যসচিব মাহফুজ আহমেদ বলেন, ‘খাল দখলমুক্ত করতে আমরা পাঁচ দিনের কর্মসূচি পালন করছি। গতকাল জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়েছে। আজ সোমবার দখল করা খালের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।’
এদিকে ওই স্মারকলিপির অনুলিপি স্থানীয় সাংসদ এম ইদ্রিস আলী, মিরকাদিম পৌরসভার মেয়র ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। এর আগে মিরকাদিম খাল রক্ষা কমিটি পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করে। এর অংশ হিসেবে ১৯ ও ২০ জানুয়ারি গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। আজ সোমাবার দখল করা খালের সামনে অবস্থান কর্মসূচি পালন করার কথা।
গত বৃহস্পতিবার প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘নয়নের খাল আর নয়ন জুড়ায় না’ শিরোনামে মুন্সিগঞ্জের চারটি খাল নিয়ে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি হাইকোর্টের নজরে এলে ওই দিনই দখলদারদের কাছ থেকে খালগুলো উদ্ধারে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। দুই সপ্তাহের মধ্যে মুন্সিগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এ ছাড়া ছয় দখলবাজকে ২৬ জানুয়ারি আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রথম আলো
Leave a Reply