ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

ফলোআপ
মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার তেতৈইতলা নামকস্থানে মিনিবাস ও কাভারভ্যানের সাথে মুখোমুখি সংর্ঘষে ২ জন আহত হয়েছে। কাভারভ্যানের চালক ও এক আরোহীকে মারাতœক আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুপুর ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই মহাসড়কে ভয়াবহ যানযট দেখা দেয়। মেঘনা সেতুর পাখি পয়েন্ট থেকে গজারিয়ার ১০ কিলোমিটার পর্যন্ত এই যানজট বিস্তৃতি লাভ করে।

ভবেরচর হাইওয়ের পুলিশ সার্জন আরিফ জানান, রেকার দিয়ে সন্ধ্যা ৬টার পর মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত মিনিবাস ও কাভারভ্যানটি উদ্ধার করা হয়েছে। যানজট সীমিত আকারে রয়েছে। বর্তমানে এক লাইনে গাড়ি চলাচল করছে।

Leave a Reply