জেলার গজারিয়া উপজেলার লক্ষীপুরা গ্রামে শনিবার রাতে শাহীনূর (২০) নামে এক গৃহবধূকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে তার পাষণ্ড স্বামী। এ ঘটনায় ঘাতক স্বামী হুমায়ুন কবির রাজুকে (২৪) আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, ৯ মাস আগে একই উপজেলার ইমামপুরার বাঘাইকান্দি গ্রামের কালু মিয়ার মেয়ে শাহীনূরের সঙ্গে লক্ষীপুরা গ্রামের বাদশা মিয়ার ছেলে হুমায়ুন কবির রাজুর বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে পারিবারিক কলহ লেগেছিল। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে ওই দম্পতির মধ্যে ঝগড়া হয়। এর একপর্যায়ে রাজু নিজের ঘরে শাবল নিয়ে কুপিয়ে জখম করে শাহীনূরকে।
এ সময় পেটে, পিঠে ও কানে আঘাতপ্রাপ্ত শাহীনূরকে প্রথমে ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৮টার দিকে তিনি মারা যান।
খবর পেয়ে রাতেই পুলিশ তাদের বাড়ি গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় এবং ঘাতক স্বামী রাজুকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, মাদকাসক্ত রাজু বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করতো বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার দিনও যৌতুক নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply