৬ হাজার মিটার কারেন্ট জাল আটক

মুন্সীগঞ্জের মেঘনা নদী থেকে সোমবার ৬ হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। সোমবার ভোর ৪টা থেকে বেলা ১১টা পর্যন্ত মেঘনা নদীতে অভিযান চালিয়ে এগুলো আটক করা হয় বলে কোস্টগার্ড সূত্রে জানা যায়। কোস্টগার্ড কর্মকর্তা (নৌবাহিনীর চিফ পেটি অফিসার) শফিউল ইসলাম বাংলানিউজকে জানান, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাধীন মেঘনা নদীতে আটক করা কারেন্ট জালগুলো পাতা অবস্থায় ছিল।

এই জাল আটকের পর নারায়নগঞ্জের পাগলাস্থ কোস্টগার্ড ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।তবে এর সঙ্গে জড়িতদের আটক করা যায়নি।এই জাল বিনষ্ট করতে সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাকে অবগত করা হয়েছে বলে তিনি জানান।

তিনি আরও জানান, বিশাল এই মেঘনা নদীতে অবৈধ কারেন্ট জাল ব্যবহারের মাধ্যমে মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি করা হচ্ছে।

এছাড়া ১ ফেব্রুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত জাটকা ইলিশ শিকার নিষিদ্ধ করা হয়েছে।তাই নিয়মিত কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে ওই কর্মকর্তা বাংলানউজকে জানান।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply