মুন্সীগঞ্জ শহর বিএনপির সাধারণ সম্পাদকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

বিএনপির পার্টি অফিসে তাণ্ডব ও হামলার ঘটনায়
মোজাম্মেল হোসেন সজল, মুন্সীগঞ্জ: বিএনপির পার্টি অফিসে হামলা ও তাণ্ডবে জেলা যুবদল সভাপতিসহ ২০ দলীয় নেতাকর্মী আহত হওয়ার ঘটনায় আজ বুধবার দুপুরে শহর বিএনপির সাধারণ সম্পাদকসহ একই পরিবারের ৭ সন্ত্রাসীকে আসামি করে মুন্সীগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন সন্ত্রাসী হামলায় গুরুতর আহত জেলা যুবদল সভাপতি তারিক কাশেম খান মুকুল। এই মামলায় আরো ৭-৮ জনকে অজ্ঞাতনামা আসামি দেখানো হয়েছে। ঘটনার ৫ দিন পর এই মামলা দায়ের করা হলো। তবে স্থানীয় আওয়ামীলীগের শেল্টার নিয়ে হামলাকারীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। গেল পৌরসভা নির্বাচনেও এই গ্র“পটি বিএনপির দলীয় মেয়র প্রার্থীর বিরুদ্ধে ইলেকশন করে বলে দলীয় নেতাকর্মীদের অভিযোগ। তারা বিরোধিতা করেও দলীয় মেয়র প্রার্থী এ.কে.এম ইরাদত মানুর বিজয় ঠেকাতে পারেনি। এই মামলার আসামিরা হচ্ছে- শহর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম,তার বড় ভাই খোরশেদ আলম, ছোট ভাই বজলু, খোরশেদ আলমের ছেলে জেলা ছাএদলের সহ-সভাপতি শাহরিয়ার, জেলা যুবদলের নবগঠিত কমিটির বহিস্কৃত সহ-সভাপতি সুলতান আহমেদ, তালিকাভুক্ত সন্ত্রাসী ভাগিনা আরিফ ও তাহের।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, ১৬ বছর পর গত ১ ফেব্র“য়ারি কেন্দ্রীয় যুবদল মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ ছাএ সংসদের ৩বার নির্বাচিত ভিপি ও মুন্সীগঞ্জ পৌরসভার ২বার কাউন্সিলর তারিক কাশেম খান মুকুলকে সভাপতি, ইকবাল হোসেন সম্রাটকে সাধারণ সম্পাদক করে মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে সুলতান আহমেদ ও বাবুল মিয়াকে সহ-সভাপতি পদে রাখা হয়। কমিটি ঘোষণা হলে ২ ফেব্রুয়ারি ঢাকার কাকরাইলে বসে সুলতান আহমেদ ও বাবুল মিয়া রুদ্ধদ্বার বৈঠকে বসে ঐক্যবদ্ধ হন। এ সময় তারা এ হামলার পরিকল্পনা করে। এরপর পরের দিন ৩ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে শহরের থানারপুল এলাকায় জেলা বিএনপির পার্টি অফিসে সুলতান আহমেদ-বাবুলের নেতৃত্বে অর্ধ-শতাধিক মাদক বিক্রেতা, মাদকসেবী ও ভাড়াটে সন্ত্রাসী লাঠিসোটা-হকিষ্টিক-রড হাতে পার্টি অফিস ও জেলা যুবদলের সভাপতি তারিক কাশেম খান মুকলের উপর হামলা চালায়। এ সময় দলীয় ২০ নেতাকর্মী আহত হয়। তারা পার্টি অফিসের চেয়ার-টেবিল ও নীচে দলীয় কর্মীদের ১৫টি মোটর সাইকেল ভাংচুর করে। গুরুতর জখম অবস্থায় জেলা যুবদলের সভাপতি মুকুল (৪৫), মুন্সীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহ আলম (৩০), শ্রীনগর সরকারি কলেজের সাবেক এজিএস নুরুল ইসলাম শাহীনকে (৩৮) প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মিডফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় বাংলা ২৪ বিডি নিউজ ও আজকালের খবরের সাংবাদিক মোজাম্মেল হোসেন সজলসহ বেশ কয়েকজন দলীয় নেতাকর্মী দীর্ঘ এক ঘন্টা পার্টি অফিসের ভিআইপি কক্ষে অবরুদ্ধ থাকেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙ্গে তাদের উদ্ধার করেন। ওইদিন জেলা যুবদলের সদ্য ঘোষিত কমিটির নেতৃবৃন্দ সকাল ১০ টার দিকে জেলা বিএনপির পার্টি অফিসে সমবেত হন। এ সময় জেলার শ্রীনগর, মীরকাদিম পৌর এলাকাসহ বিভিন্ন স্থান থেকে শতাধিক নেতাকর্মী দলীয় অফিসে আসেন।

কমিটির সভাপতি তারিক কাশেম খান মুকুলের নেতৃত্বে স্থানীয় সাবেক এমপি, জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই এবং সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার সঙ্গে সৌজন্য সাক্ষাত করার উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ শহরের দক্ষিণ প্রান্ত থেকে অর্ধশতাধিক সন্ত্রাসী লাঠিসোটা-হকিষ্টিক-রড হাতে পার্টি অফিসে আকস্মিক হামলা চালায়। যুবদলের সদ্য সভাপতি তারিক কাশেম খান মুকুলকে বেধড়ক পেটাতে পেটাতে দ্বি-তল ভবন থেকে নীচে নিয়ে আসলে সড়কের উপর ফেলে পিটিয়ে আক্রোশ মেটায় দলীয় কর্মীরা। এ সময় সুলতান আহমেদ আঙুল দিয়ে মুকুলের দু’ চোঁখ নষ্ট করার চেষ্ঠা চালায়। এ ঘটনায় ওইদিন সন্ধ্যায় পার্টি অফিসে এক জরুরী সভায় মিলিত হয় জেলা যুবদল। সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার দায়ে মুন্সীগঞ্জ জেলা যুবদলের নবগঠিত কমিটির সহ-সভাপতি সুলতান আহমেদ ও বাবুল মিয়াকে বহিস্কার করা হয়। পরে জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সম্রাট এ বহিস্কার করার কথা নিশ্চিত করেছেন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে।এদিকে, গত ৪ ফেব্র“য়ারি জেলা বিএনপি অফিসের সামনে এ ন্যাক্কারজনক ঘটনায় এক প্রতিবাদ সভায় বলেছেন, মুন্সীগঞ্জের ইসলামপুর থেকে অন্তত ২৫ বার আক্রমণের শিকার হয়েছে বিএনপির পার্টি অফিস। দক্ষিণ ইসলামপুরের সন্ত্রাসী সুলতান ও বাবুল এ হামলার নেতৃত্ব দিয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এদিকে যুবদলের দুই কেন্দ্রীয় নেতা পদ বঞ্চিতদের উস্কে দিয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে জেলা বিএনপির একাধিক নেতা জানান। ওই দুই নেতার বাড়ি মুন্সীগঞ্জ জেলায়। এরা হলেন- যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম আজাদ ও যুগ্ন-সম্পাদক মীর নেওয়াজ আলী। এছাড়া কেন্দ্র ও জেলার শীর্ষ নেতাদের জানান দিতেই এ হামলা করা হয়েছে বলে দলীয় নেতাদের অভিমত।

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply