গনপিটুনির পর ৩ ছিনতাইকারি আটক

মুন্সীগঞ্জে চালকের হাত-মুখ বেঁধে মারধর করে অটোরিকশা ছিনতাই করার সময় তিন ছিনতাইকারিকে আটকের পর গণপিটুনি দিয়েছে জনতা। মঙ্গলবার রাত ১০টার দিকে সদর উপজেলার মহাকালী ইউনিয়ন পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে। পরে আটক ছিনতাইকারি সোহেল হাওলাদার (২০), সাগর (১৯) ও মহসিন দেওয়ানকে (২৪) পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় অটোরিকশা চালক রাশেদ খান বুধবার সদর থানায় চারজন ছিনতাইকারিকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন।দুপুরে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে শহরের কাচারী এলাকা থেকে মহাকালী ইউনিয়ন পরিষদ এলাকায় যাওয়ার কথা বলে অটোরিকশা ভাড়া করে সোহেল, সাগর, মহসিন ও ফরহাদ নামের চার ছিনতাইকারি।

পরে তারা সেখানে গিয়ে চালক রাশেদ খানের হাত-মুখ বেঁধে মারধর করে অটোরিকিশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এতে চালক চিৎকার করলে স্থানীয় জনতা এগিয়ে গিয়ে তিন ছিনতাইকারিকে আটক করে গনপিটুনি দেয়।এ সময় ফরহাদ নামের অপর এক ছিনতাইকারি পালিয়ে যায়।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতানউদ্দিন বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

অটোরিকশাটি উদ্ধারের পর পুলিশের হেফাজতে রয়েছে বলে তিনি জানান।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply