ইমদাদুল হক মিলনের শ্রেষ্ঠ উপন্যাস

মিল্টন বিশ্বাস
ইমদাদুল হক মিলন (জন্ম ১৯৫৫) জনপ্রিয়তায় বাংলা উপন্যাসের কিংবদন্তিতুল্য লেখক। কারণ তিনি সৃজনশীলতার কঠিন পথে হাঁটছেন দীর্ঘদিন। তাঁর রয়েছে একাধিক শিল্পোত্তীর্ণ উপন্যাস। জনপ্রিয় বলেই কখনো কখনো তিনি সিরিয়াস গ্রন্থের পাঠকদের কাছে উপেক্ষিত হয়েছেন; সমালোচকের কাছে থেকেছেন অনুচ্চার্য। অনেক দিন ধরে অমর একুশে গ্রন্থমেলায় সবচেয়ে বেশি বিক্রীত গ্রন্থের তালিকায় রয়েছে তাঁর একাধিক গ্রন্থ। জনপ্রিয় এই কথাশিল্পীর শিল্পমানসম্পন্ন, ব্যতিক্রমী ও জীবনঘনিষ্ঠ উপন্যাসের সংকলন ‘শ্রেষ্ঠ উপন্যাস’। এতে অন্তর্ভুক্ত হয়েছে ১২টি উপন্যাস : বাঁকা জল, ভূমিকা, নদী উপাখ্যান, কালো ঘোড়া, ভূমিপুত্র, রূপনগর, কালাকাল, টোপ, এক দেশে, বনমানুষ, যাবজ্জীবন, পরাধীনতা। তাঁর এই উপন্যাসগুলোর বিষয় বিচিত্র : মুক্তিযুদ্ধ, প্রবাসী শ্রমিক, কখনো গ্রামের ভেসে বেড়ানো অসহায় বালক অথবা পুরো একটা গ্রামই উপন্যাসের নায়ক। পাত্রপাত্রীর পেশা ও চরিত্র রূপায়ণেও বৈচিত্র্য রয়েছে। দিনমজুর বেলদার অথবা গ্রাম বাজারের ভাসমান নিম্নবর্গ, সার্কাসের জোকার, নদীভাঙা মানুষ, পতিতাবৃত্তির হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করা কিশোরী পারুল, যে শেষ পর্যন্ত জীবনের বিনিময়ে নিজেকে রক্ষা করে (‘টোপ’)_ এ রকম আরো অনেক চরিত্রের জীবন্ত উপস্থিতি লক্ষ করা যায় ১২টি উপন্যাসে।

প্রচলিত মতে, প্রেমের উপন্যাস লিখে খ্যাতিমান এই লেখক নর-নারীর সম্পর্কের মধুর গল্প রচনায় পাঠকের মন জয় করেছেন। এ ক্ষেত্রে জীবনের অনুভূতি ও উপলব্ধির ভাষা পাঠকের নিজস্ব সম্পদ করে তুলেছেন তিনি। কেন একজন লেখক জনপ্রিয় হয়ে ওঠেন? এই প্রশ্নের উত্তর খুঁজলে আমরা পেয়ে যাই ঔপন্যাসিকের পাঠকের প্রতি সহৃদয়সংবেদ্য সঞ্চারি ভূমিকা, যা তিনি সহজ-সরল কথন বিশ্বে প্রসারিত করেন অজস্রতায়। তবে মামুলি কথার আখ্যান থেকে তিনি নিজেকে প্রসারিত করেছেন সমাজ-রাজনীতির সংকটের গভীরে।
সংকলনের প্রথম উপন্যাস ‘বাঁকা জল’ উত্তম পুরুষের জবানিতে লেখা গ্রামীণ নারীর অচরিতার্থ বেদনার ভাষ্য। এ উপন্যাসে বন্যার জল যেমন ভাসিয়ে নিয়ে যায় গ্রাম মানুষের দীন সংসার, তেমনি করে অন্য রকম জলের চোরা স্রোত বয়ে যায় এক বনেদি পরিবারের অভ্যন্তরে; তরুণী ঝুনু খালার আত্মহত্যা আর এক বালকের চোখ থেকে দেখা পুরো ঘটনা উন্মোচিত হয় উপন্যাসে। ‘ভূমিকা’র আখ্যান বর্ণিত হয়েছে গরিব আবদুলের বয়ানে। তার বিষয়বস্তুও আমাদের কাছে নতুন। একজন আবদুল যখন তার মায়ের একাধিক স্বামী গ্রহণের বৃত্তান্ত দেওয়া শুরু করে, তখন বিস্ময়কর মনে হবে আমাদের নাগরিক রুচির কাছে। এক এক করে সাত বাবার সঙ্গে তার মায়ের সম্পর্ক কিংবা জননীর যৌন জীবনের পরিচয় ব্যক্ত হয়েছে কাহিনীতে। এ জন্য তার বন্ধু জগু কর্তৃক এক গ্রাম্য নারীকে পুত্রসহ ভাগিয়ে আনার ঘটনা হত্যাকাণ্ডের মাধ্যমে রুখে দিয়েছে সে। তবে এ ধরনের সামাজিক ব্যাধি থেকে উত্তরণের এই আপাত-সমাধান ক্ষণস্থায়ী।

জনপ্রিয়তার মোহ ইমদাদুল হক মিলনকে চটুল কাহিনী বর্ণনায় একসময় প্রমাণিত করলেও, বরং নিম্নবর্গের জীবন রূপায়ণে তিনি নিষ্ঠার পরিচয় দিয়েছেন। ‘ভূমিপুত্রে’ আমরা দেখতে পাই, যে বেলদারদের আশ্রয়ে একসময় বেপারীরা দিনাতিপাত করত, কালের বিবর্তনে তারাই উচ্চবর্গে আসীন হয়ে নিঃস্ব-অসহায় বেলদারদের কৃপা করছে। ধান কাটার মৌসুমে ধানের ভাগাভাগি নিয়ে কুদ্দুস বেপারীর লেলিয়ে দেওয়া গুণ্ডাদের আঘাতে দিনমজুর কাদেরের মৃত্যু হলে সেই নিঃসহায়তা আরো স্পষ্ট হয়ে ওঠে। গ্রামীণ নিম্নবর্গের জীবন রূপায়ণে ঔপন্যাসিক ইমদাদুল হক মিলন বিষয়ের সঙ্গে ভাষার ব্যঞ্জনা অভিদ্যোতিত করেছেন। বিক্রমপুরের আঞ্চলিক ভাষার দক্ষ ব্যবহার তাঁর অন্যতম কৃতিত্ব। প্রথম লেখা উপন্যাস ‘যাবজ্জীবন’ থেকে বর্ণনা ও চরিত্রের সংলাপে সেই ভাষার শব্দ অবলীলায় স্থান দিয়েছেন। ‘নূরজাহান’ উপন্যাসে তারই সফল রূপ দেখা যায়।

‘কালো ঘোড়া’ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। এ উপন্যাসে তিনি প্রথাগতভাবে কাহিনী বর্ণনা করেননি। এমনকি কোনো নায়ক-নায়িকা সৃষ্টিতে মনোযোগী হননি। তিনি ছোট পরিসরে মুক্তিযুদ্ধের ঘটনাকে মুক্তিযোদ্ধা কাদের, মুন্না, আলম এবং খোকা ও তাদের সহযোগী হিসেবে রাজাকার সিরাজ চেয়ারম্যানের ছোটবিবি টুনটুনির মাধ্যমে দেশপ্রেমের মহিমা পাঠকের সামনে তুলে ধরেছেন। আবার স্বাধীনতা-উত্তর প্রকৃত যোদ্ধাদের হতাশাকে চিত্রিত করেছেন। প্রবাসী মানুষের দুঃখ ও দুর্দশা ‘পরাধীনতা’র কাহিনীতে উন্মোচিত হয়েছে। উত্তমপুরুষের জবানিতে জার্মান প্রবাসী নায়কের চাকরি ও বাসস্থানের অভাব এবং দেশে ফেলে আসা পরিজনদের জন্য কাতরতা গভীর মমত্বে চিত্রিত হয়েছে।

শতাধিক উপন্যাসের ভেতর থেকে ১২টি উপন্যাস নির্বাচন করে আলাদা শিরোনামে ‘শ্রেষ্ঠ উপন্যাস’ অভিধা বিতর্কের ঊধর্ে্ব নয়। কারণ তিন খণ্ডে রচিত ইমদাদুল হক মিলনের ‘নূরজাহান’ শ্রেষ্ঠত্বের মাপকাঠিতে পাঠক ও বিদগ্ধ সমালোচকের হৃদয় জয় করেছে। তবে এক মলাটে লেখকের প্রতিনিধিত্বমূলক উপন্যাসের সংকলন এটি।

শ্রেষ্ঠ উপন্যাস : ইমদাদুল হক মিলন। প্রকাশক : অনন্যা, ২০১২। প্রচ্ছদ : ধ্রুব এষ।
মূল্য : ৭০০ টাকা। পৃষ্ঠা : ৭৯৯

কালের কন্ঠ

Leave a Reply