গজারিয়ায় দুই বাড়িতে ডাকাতি

ফয়েজ আহমেদ খান তুষার, গজারিয়া থেকে : মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার লক্ষীপুর গ্রামের মো. নেছারউদ্দিন মুন্সি ও ভবেরচর চর ‘আনন্দ মেলা’ সিনেমা হলের সংলগ্ন মো. আবুল হোসেন মিয়ার বাড়িতে গত শুক্রবার দিনগত রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুখোশপরিহিত অস্ত্রধারী প্রায় ১৮ জনের একদল ডাকাত রাত অনুমান দেড়টার সময় আধা পাকা ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ এবং আবুল হোসেনের পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে। একই ডাকাতদল গ্রামের নেছারউদ্দিন মুন্সির ঘরের গ্রিল কেটে প্রবেশ করে শনিবার ভোর অনুমান চারটার দিকে। সেখান থেকে একই কায়দায় ৪ ভরি স্বার্ণালংকার, নগদ পঁচিশ হাজার টাকাসহ মূল্যবান সামগ্রী লুটে নেয়।

আমাদের সময়

Leave a Reply