ফের অভিনয়ে শায়না

ছয় মাস পর আবারো অভিনয়ে নিয়মিত হচ্ছেন ‘মেহেরজান’খ্যাত অভিনেত্রী ও মডেল তারকা শায়না আমিন। গত বছর সেপ্টেম্বরে প্রেমিক সেতুকে বিয়ে করার পর তাকে আর মিড়িয়ায় দেখা যায়নি। সোমবার নাসিরুদ্দিন ইমামের ‘অপ্রাতিষ্ঠানিক শিক্ষা সফর’-এর মধ্যমে তিনি পুনরায় নাটকে ফিরেছেন। এ প্রসঙ্গে শায়না আমিন বলেন, ‘পারিবারিক ব্যস্ততার কারণে দীর্ঘদিন অভিনয়ের বাইরে ছিলাম। পরিবারিক ঝামেলা এখন অনেকটাই কেটে গেছে। তাই আবারো নিয়মিত অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছি।’ নতুন টেলিছবিটি সম্পর্কে শায়না বলেন, ‘অপ্রাতিষ্ঠানিক শিক্ষা সফর একটি রোমান্টিক টেলিছবি। এতে আমার সহশিল্পী আমান।

বর্তমানে আমরা পুরান ঢাকায় টেলিছবিটির শুটিং করছি।’ শায়না আমিন বিয়ের আগ পর্যন্ত মডেলিং ও টিভি নাটকে অভিনয় করে বেশ চাহিদা সৃষ্টি করেছিলেন। কিন্তু হুট করেই বিয়ে করে মিডিয়া থেকে দূরে সরে যান তিনি। এতে তার ভক্ত ও শুভকাঙ্ক্ষীরা বেশ হতাশ হন। শায়না এখন তার নতুন জীবনটাকে ঘুছিয়ে নিয়েছেন। তাই আবার তিনি মিডিয়ায় প্রত্যাবর্তন করেছেন। শায়না আমিন সম্প্রতি পিএসপি ও র‌্যাকসন টিভির দুটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। বিজ্ঞাপন দুটি শিগগিরই প্রচার হবে। এদিকে তার অভিনীত প্রথম বাণিজ্যিক ছবি নার্গিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’র শুটিং প্রায় শেষ পর্যায়ে। এ ছবিতে শায়না ইমনের বিপরীতে অভিনয় করেছেন। শায়না বলেন, ‘মে-জুনে ছবিটি মুক্তি পাবে। টিভি নাটক এবং মডেলিংয়ের চেয়ে আমি চলচ্চিত্রকেই বেশি প্রাধান্য দেব। কারণ আমি চলচ্চিত্র দিয়েই মিডিয়ায় এসেছি। পাশাপাশি নাটক-মডেলিংও করব।’

হ্যালো-টুডে

Leave a Reply