মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই চাচাতো ভাই গ্র“পের সংঘর্ষে কমপে ১০ জন আহত হয়েছে । এ সময় ৫টি বসতঘর ভাঙচুর ও লুটপাট হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ৩টি রামদা, ১টি চাইনিজ কুড়াল, ১রাউন্ড গুলি ও ২টি হকিস্টিক উদ্ধার করেছে। সংঘর্ষের ঘটনায় কাউন্সিল অধিবেশন স্থগিত ঘোষণা করা হয়েছে।
প্রতদর্শীরা জানায়, আজ শনিবার বেলা ১১টায় উপজেলার হেলিপ্যাড মাঠে ইমামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন ডাকা হয়। কাউন্সিল অধিবেশনে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাফিজউজ্জামান খান জিুতুর লোকজন আসার পথে দলের অপর পরে ইমামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনছুর আহমেদ খান জিন্নাহর লোকজন ইমামপুরপুর গ্রামে বাধাঁ দেয়। এ নিয়ে দুই গ্র“পের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় । দফায় দফায় সংঘর্ষের দলীয় ১০ নেতাকর্মী আহত হয়। আহদের মধ্যে রাসেল (১৮)কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত কাদির (২২)কে ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ সময় উভয় পরে ৫টি বসতঘর ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ হাফিজউজ্জামান খান জিুতু গ্র“পের জুয়েল (২৪)কে গ্রেফতার করেছে । বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ-র্যাব মোতায়েন করা হয়েছে।
বাংলা ২৪ বিডি নিউজ
Gazaria Upazila is a backward upazila, here we have a govt college and some high schools without adequet teachers, there has no any public lybrary in Gazaria, what a poor communication system here!, nesty political unrest is everyday’s picture— it is my Gazaria, my haven in the earth. Oh enligten sons of Gazaria come here to sow the seeds of love, development, education and break the narrow boundaries between us …….N.uddin BK