মেঘনায় লঞ্চডুবি: ঘটনাস্থলে নাহিম রাজ্জাক ও এম ইদ্রিস আলী

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে লঞ্চডুবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম ইদ্রিস আলী ও শরীয়তপুর-৩ সংসদ সদস্য নাহিম রাজ্জাক। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে তারা ঘটনাস্থল পরিদর্শনে আসেন।

এ সময় তারা উদ্ধারকাজের খোঁজ খবর নেন এবং নদীর ঘাটে ভীড় করা স্বজন হারানো মানুষদের সান্ত¡না দেন। একইসঙ্গে তারা নিহতদের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

উল্লেখ্য, শরীয়তপুর থেকে ঢাকায় আসার পথে সোমবার দিবাগত রাত ২টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার উত্তর চরমসুরা এলাকায় মেঘনা নদীতে দু’শতাধিক যাত্রী নিয়ে ডুবে লঞ্চটি এমভি শরীয়তপুর-১।

মঙ্গলবার বিকেল পর্যন্ত ৩২টি লাশ উদ্ধার করা হয়েছে।

রিয়াজ রায়হান, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply