লঞ্চডুবি : মৃত ১১২, উদ্ধারকাজ সমাপ্ত

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে ডুবে যাওয়া লঞ্চ এমভি শরীয়তপুর-১ থেকে বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত ১১২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ, দমকল বাহিনী, কোস্টগার্ড যৌথভাবে এটি নিশ্চিত করেছে।

এদিন লঞ্চ দুর্ঘটনার দ্বিতীয় দিন বুধবার বিকেল সাড়ে পাঁচটায় উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করেছেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান শামসুদ্দোহা খন্দকার।

সর্বশেষ সোয়া পাঁচটার দিকে ডুবুরিদের ৭০ ফুট নিচে পাঠানো হয়। এ মুহূর্তে চরকিশোরগঞ্জ এলাকায় মেঘনার পাড়ে লাশ সনাক্ত ও হস্তান্তর প্রক্রিয়া চলছে।

এর আগে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. আজিজুল আলম জানান, এ পর্যন্ত মৃতের সংখ্যা দাড়িয়েছে ১১২ জনে। মৃত সবার দাফনের জন্য তিন হাজার টাকা করে বিআইডব্লিউটিএ এবং খাদ্য ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হচ্ছে।

এর আগে দুর্ঘটনার প্রায় ৩২ ঘণ্টা পর এদিন সকাল ১০টার পর নিমজ্জিত লঞ্চটিকে যৌথ প্রচেষ্টায় তীরে ভেড়াতে সক্ষম হয়েছে দু’টি উদ্ধারকারী জাহাজ। উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তুম লঞ্চটিকে টেনে পাড়ে নিয়ে আসে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (ডিআইডব্লিউটিএ) চেয়ারম্যান শামসুদ্দোহা খন্দকার জানান, কোন ট্যাংকারের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনো শনাক্ত সম্ভব হয়নি।

ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধারকাজ তদারক করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল আলম ও পুলিশ সুপার মোহাম্মদ শাহাবুদ্দিন খান।

লঞ্চের ভেতর কোস্টগার্ড ও দমকল বাহিনীর সদস্যরা তল্লাশি শুরু করলে এসব মৃতদেহ পাওয়া যায়।

বুধবার সকালে নৌবাহিনীর কর্মকর্তা শেখ জামাল জানান, ভোর চারটা থেকে তারা আবার উদ্ধার কাজ শুরু করেন। তাদের ১০ জনের মতো ডুবুরি কাজ করছেন।

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান জানান, লঞ্চটি প্রায় ৭০ ফুট পানির নিচে ডুবে ছিল।

প্রসঙ্গত, যতবারই লঞ্চ দুর্ঘটনা ঘটে, ততবারই আগে রুস্তমকে ঘটনাস্থলে উদ্ধারকাজের জন্য পাঠানো হয়। কিন্তু শেষ পর্যন্ত হামজার সহযোগিতা ছাড়া কোনো উদ্ধারকাজ সম্পন্ন হয় না।

উদ্ধারকারী জাহাজের চারদিকে অর্ধশতাধিক ট্রলার নিয়ে ভিড় করেছেন নিখোঁজদের স্বজনরা। একেকটি লাশ উদ্ধারের সঙ্গে সঙ্গে স্বজনদের কান্না ও আর্তচিৎকারে ভারি হয়ে উঠছে মেঘনার বাতাস।

উল্লেখ্য, সোমবার রাত দু’টার দিকে প্রায় দু’শতাধিক যাত্রী নিয়ে এমভি শরীয়তপুর-১ লঞ্চটি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার উত্তর চরমসুরা এলাকায় মেঘনা নদীতে ডুবে যায়।

রিয়াজ রায়হান, মাজেদুল নয়ন ও কাজী দীপু
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply