দুপুরের পর অবশেষে মুন্সীগঞ্জের মেঘনায় লঞ্চডুবির ঘটনাস্থলে গেছেন প্রশাসনের কর্মকর্তারা। তবে বিআইডব্লিউটিএ’র কেউ ঘটনাস্থলে যাননি। ফলে লাশ দাফনের জন্য বিআইডব্লিউটিএ’র বরাদ্দ টাকা পাচ্ছেন না স্বজনরা।
লঞ্চডুবির ঘটনায় উদ্ধার কাজ শেষ হলেও বৃহস্পতিবার সকাল থেকে একের পর এক ভেসে উঠতে থাকে নিখোঁজ যাত্রীদের লাশ। কিন্তু দুপুর পর্যন্ত মুন্সীগঞ্জ প্রশাসনের কেউ ঘটনাস্থলে ছিলেন না।
তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, উদ্ধারকাজ জোরদার করা হচ্ছে।
জানা গেছে, দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পুলিশের একটি দল ছাড়া ঘটনাস্থলে প্রশাসনের আর কেউ ছিলেন না। বিষয়টি বাংলানিউজের পক্ষ থেকে জেলা প্রশাসক আজিজুল আলমকে জাননো হয়। এর পরিপ্রেক্ষিতে দুপুর সোয়া ১টার দিকে মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম মাহফুজুল হক ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুল আলম ঘটনাস্থলে গেছেন।
মেঘনা নদী সংশ্লিষ্ট বিভিন্ন জেলার বিভিন্ন থানায় লাশ উদ্ধার করার কথা জানানো হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম মাহফুজুল হক জানান, মুন্সীগঞ্জ জেলার মধ্যে যেসব লাশ উদ্ধার হবে সেগুলোর ব্যাপারে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। অন্য কোথাও লাশ ভেসে উঠলে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হবে।
সরকারিভাবে লাশ উদ্ধার সমাপ্ত ঘোষণা করা হলেও এখনও লাশ ভেসে উঠছে, এ ব্যাপারে প্রশাসনের কার্যক্রম প্রশ্নবিদ্ধ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উদ্ধারকাজ আবার জোরদার করা হচ্ছে।
বৃহস্পতিবার দুপুর সোয়া ২টা পর্যন্ত মুন্সীগঞ্জের মেঘনা নদীতে ১২ ও চাঁদপুরের ষাটনল এলাকার মেঘনায় দু’টি লাশ উদ্ধার করা হয়েছে। এসব লাশের নাম ঠিকানা সংগ্রহ করা হচ্ছে। তাদের স্বজনদের না পেলে প্রশাসনের উদ্যোগে লাশ যার যার বাড়িতে পৌঁছে দেওয়া হবে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের রোকসানা (৩৩) ও শরীয়তপুরের নরিয়া থানার শুভর (০৭) স্বজনরা লাশ সনাক্ত করেছে। রোকসানার লাশ সনাক্ত করেন তার তার ভাই লোকমান মেম্বর এবং শুভর লাশ সনাক্ত করেন তার চাচা আলামিন।
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুল আলম বলেন, বৃহস্পতিবার উদ্ধারকৃত লাশগুলো দাফনের জন্য ত্রাণ ও খাদ্য মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত পাঁচ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। তবে বিআইডব্লিউটিএ’র কেউ ঘটনাস্থলে না থাকায় তাদের বরাদ্দকৃত তিন হাজার করে টাকা দেওয়া সম্ভব হচ্ছে না।
আবুল হোসেন (৫৫) নামের এক নিখোঁজ যাত্রীকে খুঁজতে আসা ভাগনে বাদল অভিযোগ করে বলেন, লাশ নদীতে ভেসে উঠছে। কিন্তু এসব লাশ উদ্ধারের জন্য সেখানে কোনো ডুবুরি নেই।
কাজী দীপু, জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply